সোমবার   ০৪ ডিসেম্বর ২০২৩ || ১৯ অগ্রাহায়ণ ১৪৩০

নিজের পাশাপাশি ৬শ নারীকে স্বাবলম্বী করলেন পলাশবাড়ী মিতু

নিজের পাশাপাশি ৬শ নারীকে স্বাবলম্বী করলেন পলাশবাড়ী মিতু

মিতু নিজের পাশাপাশি আরও ৬শ’ নারীকে স্বাবলম্বী করেছেন। দেশের উত্তরের জনপদ গাইবান্ধার নারী উদ্যোক্তা মোছা. মিতু বেগম। একজন সফল উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন তিনি। ইতিমধ্যেই তিনি তার সেই স্বপ্নের বাস্তব রূপও দিয়েছেন। মাত্র একটি সেলাই মেশিন দিয়ে ঘরোয়াভাবে সেলাইয়ের কার্যক্রম শুরু করেন তিনি। শুরুর কয়েক বছরের মধ্যেই কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তিতে মিনি গার্মেন্টস কারখানার মালিক হয়েছেন। এরই মধ্যে অন্যদেরও স্বপ্ন দেখিয়ে এখন ৬ শতাধিক নারী তার প্রতিষ্ঠানে কাজ করে স্বাবলম্বী হচ্ছেন। নারী উদ্যোক্তা মিতু বেগম গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার প্রত্যন্ত অঞ্চল নুনিয়াগাড়ী গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মো. মিজানুর রহমানের স্ত্রী।

শিরোনাম

ম্যানইউর বিপক্ষে জেতা ম্যাচে বড় দুঃসংবাদ পেলো নিউক্যাসলইসির সঙ্গে বৈঠকে ইইউ ইলেকশন এক্সপার্ট টিমসাঘাটার বোনারপাড়া পুলিশ ফাঁড়ি ভবনের উদ্বোধননিরাপত্তায় সারাদেশে র‌্যাবের ৪৩৫ টহল দলরেলওয়ের কৃত্রিম হ্রদে প্রশান্তি গাইবান্ধাবাসীরসারা দেশে ১৬২ প্লাটুন বিজিবি মোতায়েনগোবিন্দগঞ্জে আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিতপ্রধানমন্ত্রীকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচনমোংলা থেকে ১৪৫০ কিমি. দূরে গভীর নিম্নচাপ, সাগর উত্তালজলবায়ু অভিঘাত মোকাবিলায় আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার আহ্বানগাইবান্ধায় পুলিশ সুপার কাপ ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা‘ভোটারদের ভোট কেন্দ্রে আসতে বাধা দিলে কঠোর ব্যবস্থা’প্রধানমন্ত্রী নারীদের মর্যাদা সুনিশ্চিত করেছেন: পলক