বুধবার   ১১ সেপ্টেম্বর ২০২৪ || ২৬ ভাদ্র ১৪৩১

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত : ১৬:৩৫, ১২ আগস্ট ২০২৪

আপডেট: ১৭:৩৯, ১২ আগস্ট ২০২৪

গাইবান্ধায় সড়কে ফিরছে ট্রাফিক পুলিশ

গাইবান্ধায় সড়কে ফিরছে ট্রাফিক পুলিশ
সংগৃহীত

সপ্তাহখানেক পর যান চলাচল নিয়ন্ত্রণে গাইবান্ধার বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশ সদস্যরা দ্বায়িত্ব পালন করতে দেখা গেছে। এদিনও ট্রাফিক পুলিশের সঙ্গে কাজ করছেন শিক্ষার্থীরাও।

পুলিশের কর্মবিরতি প্রত্যাহার করার পর সোমবার (১২ আগস্ট) সকালে থানা পুলিশের পাশাপাশি ট্রাফিক পুলিশ সদস্যরা যোগ দেন কাজে। সকাল থেকে গাইবান্ধা জেলা শহরের বিভিন্ন সড়কে দায়িত্ব পালন শুরু করে ট্রাফিক পুলিশ। শহরের পুরাতন ব্রীজ, পুরাতন জেলখানা মোড়, পার্কমোড়, ট্রাফিক মোড়, ডাক বাংলো মোড় ও ডিসি অফিস এলাকা ঘুরে ট্রাফিক পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। এসব এলাকায় ট্রাফিক পুলিশের পাশাপাশি কাজ করছেন শিক্ষার্থী ও আনসার সদস্যরাও।

এরআগে গত কয়েকদিন বাঁশি-লাঠি হাতে সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা সামলাচ্ছিলেন শিক্ষার্থীরা।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ