ইংল্যান্ডজুড়ে রাতের আকাশে ‘চন্দ্র বলয়’
ইংল্যান্ডজুড়ে রাতের আকাশে দেখা মিলেছে চন্দ্র বলয়ের। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় স্টাফোর্ডশায়ার, ওয়েস্ট মিডল্যান্ডস, সারে, বার্কশায়ার, ডরসেট, ইয়র্কশায়ার, কামব্রিয়া, ডার্বিশায়ার এবং আইল অফ উইটের আকাশে চাঁদের চারপাশে বলয় দেখা গেছে।