সোমবার   ১১ ডিসেম্বর ২০২৩ || ২৬ অগ্রাহায়ণ ১৪৩০

সংগঠন সংবাদ বিভাগের সব খবর

পুতুলের সাহায্যে বিন লাদেনকে ধরা হয়েছিল!

পুতুলের সাহায্যে বিন লাদেনকে ধরা হয়েছিল!

হলিউডের সিনেমায় আমরা প্রায়শই মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর দুর্ধর্ষ সব মিশন দেখে থাকি। কিন্তু বাস্তবের সিআইএ সিনেমার থেকে খানিকটা ভিন্ন। সিআইএ’তে শুধু ফিল্ড এজেন্টরা অন্য দেশ থেকে স্পর্শকাতর তথ্য চুরি বা টেররিস্টদের ধরার জন্য কোভার্ট অপারেশন পরিচালনা করেনা। তারা ব্যবসা কিংবা রাজনৈতিক পরিচালনা  থেকে শুরু করে গবেষণা সবই করে থাকে। আবার সি আই এ এর কিছু কিছু গবেষনা অনেক অদ্ভুত ও বটে। এমনি এক সাইকোলজিক্যাল গবেষণা ছিল পুতুলের সাহায্যে ওসামা বিন লাদেনকে ধরার চেষ্টা। ব্যপারটা অদ্ভুত শোনালেও সত্যিই। তাহলে জেনে আসা যাক সিআইএ এর পুতুলের সাহায্যে বিন লাদেনকে ধরার মিশন সম্পর্কে-

মঙ্গলবার, ২৫ জুন ২০১৯, ০৬:৫৫