বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫ || ১ আশ্বিন ১৪৩২

নগর জুড়ে বিভাগের সব খবর

২ লাখ টাকা, ৩টি মেশিন ও এক কারিগরে শুরু—৬ বছরেই ব্যবসা বেড়ে ৭ কোটিতে

২ লাখ টাকা, ৩টি মেশিন ও এক কারিগরে শুরু—৬ বছরেই ব্যবসা বেড়ে ৭ কোটিতে

দেশে চামড়াজাত পণ্যের আন্তর্জাতিক মানের কোনো ব্র্যান্ড নেই। এ হতাশা থেকে দেশের চামড়াশিল্প খাতে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন দুই তরুণ—এনামুল হক ও ফয়সাল ইসলাম। নিজস্ব ব্র্যান্ড তৈরির স্বপ্ন থেকে ২০১৯ সালে শুরু করেন ‘ওয়াইল্ড ওভেন’। বর্তমানে প্রতিষ্ঠানটি চামড়ার তৈরি মানিব্যাগ, বেল্ট, বড় ব্যাগ, ল্যাপটপের কাভার, চাবির রিং, জ্যাকেটসহ বিভিন্ন ধরনের ফ্যাশন উপকরণ তৈরি করছে। এসব পণ্য দেশে-বিদেশে বিক্রি করে প্রতিষ্ঠার ছয় বছর না পেরোতেই প্রতিষ্ঠানটির বার্ষিক আয় পৌঁছেছে প্রায় সাত কোটি টাকায়।

শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ১২:০২

সর্বশেষ

শিরোনাম