শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪ || ৪ আশ্বিন ১৪৩১

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত : ১১:০৩, ১৬ মে ২০২৪

সাদুল্লাপুরে ৩০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

সাদুল্লাপুরে ৩০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক
সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি সোহেল নামের এক যুবককে কে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলামের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শুকুর আলী ও এসআই সফিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কের একবারপুর নামক স্থানে ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা চাপাইনবাবগঞ্জগামী বিআরটিসি যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে মাদক কারবারি সোহেলকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃত সোহেল রংপুরের হাজীরহাট থানার রনচন্ডি মন্ডলপাড়ার মোঃ আব্দুল হাকিমের ছেলে।

আটকের বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ী সোহেলের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে। এ মামলায় বিজ্ঞ আদালতের মাধ্যমে ওইদিন বিকেলে তাকে গাইবান্ধা জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ