শুক্রবার   ১৭ মে ২০২৪ || ২ জ্যৈষ্ঠ ১৪৩১

প্রকাশিত: ১১:২৬, ১০ জানুয়ারি ২০২২

গোবিন্দগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

গোবিন্দগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গাইবান্ধার গোবিন্দগঞ্জে নানা কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করা হয়। গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ দলের সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব কর্মসূচিতে অংশ নেন।

সোমবার (১০ জানুয়ারি) সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানোর মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়।

পরে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলুর সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আতাউর রহমান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেন, খন্দকার জাহাঙ্গীর আলম, নুরে আলম সিদ্দিক, অধ্যাপক ফিরোজ খানুন, শহিদুল ইসলাম কমেটসহ দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ