শনিবার   ২৭ জুলাই ২০২৪ || ১১ শ্রাবণ ১৪৩১

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত : ১০:৫৮, ১৬ মে ২০২৪

গোবিন্দগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষের মাঝে হাঁস বিতরণ

গোবিন্দগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষের মাঝে হাঁস বিতরণ
সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২৫০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষের মাঝে ২০টি করে হাঁস ও হাঁসের খাবার বিতরণ করা  হয়েছে। বুধবারবেলা সাড়ে ১২ টায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক জীবন মানোন্নয়নের লক্ষে্য সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের এসব বিতরণ করা হয়। 

গোবিন্দগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মাহফুজার রহমান প্রকল্পের সুবিধা ভোগীদের মাঝে এই হাঁস ও খাদ্যসামগ্রী তুলে দেন। 

গোবিন্দগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ কার্যালয় চত্বরে বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া। 

এতে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদক কর্মকর্তা ডা: বেলাল হোসেন, লাইফ ষ্টক এক্সটেনশন অফিসার ডা: সাহাদত জামান আল বেলাল, ভেটেরেনারি সার্জন  ডা: তানভিক জাহান, লাজারাস টুডু প্রমুখ।

শেষে প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে হাঁস ও হাঁসের খাবার বিরতণ করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ