বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪ || ২ আশ্বিন ১৪৩১

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত : ১৭:১৫, ১৭ মে ২০২৪

মায়ামিতে মেসির বেতন কত, জানেন?

মায়ামিতে মেসির বেতন কত, জানেন?
সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন লিওনেল মেসি। গত মৌসুমের মাঝামাঝি সময় থেকে ক্লাবটির জার্সিতে মাঠ মাতাচ্ছেন এই আর্জেন্টাইন সুপারস্টার। সেখানে যোগ দিয়েই ক্লাবকে শিরোপা জয়ের স্বাদ দিয়েছেন লিও।

এদিকে ইন্টার মায়ামিতে মেসি যখন নাম লেখান, তখন থেকেই কৌতূহল। ক্লাবটিতে তার বেতন কত? তবে সেই সময় জানা যায়নি কত ডলার বেতন পাচ্ছেন তিনি। অবশেষে জানা গেল যুক্তরাষ্ট্রের ক্লাবটি থেকে বছরে কত ডলার আয় করছেন এই আলবিসেলেস্তে মহানায়ক।

বৃহস্পতিবার এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রকাশ করেছে আয়ের তালিকা। সেখানে তারা জানিয়েছে, মায়ামি থেকে বছরে ২০.৪৫ মিলিয়ন ডলার বেতন পেয়ে থাকেন মেসি। যে আয় তাকে মেজর লিগ সকারের সবচেয়ে বেশি বেতনভোগী ফুটবলার বানিয়েছে।

জানা গেছে, ১২ মিলিয়ন ডলার মূল বেতনের পাশাপাশি বিভিন্ন বোনাস দিয়ে মেসির আয় ২০ লাখ ৪০ হাজার ৬৬৭ ডলার।

অ্যাডিডাস ও অ্যাপলের মতো প্রতিষ্ঠানের বাণিজ্যিক চুক্তি, এনডোর্সমেন্ট ও স্পন্সরশিপ বাবদ মেসি যে বিপুল আয় পান, তা খেলোয়াড় ইউনিয়নের পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা হয়নি।

উল্লেখ্য, প্লেয়ার্স ইউনিয়ন নিয়মিতভাবে পুরো লিগের বেতনের বিবরণ প্রকাশ করে। এবারের তালিকায় আটবারের ব্যালন ডি’অর বিজয়ীকে শীর্ষে দেখে অবাক হওয়ার কিছু নেই। বরং পরিমাণটা বেশি হলেও কেউ অবাক হতেন না।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ