শনিবার   ২৭ জুলাই ২০২৪ || ১১ শ্রাবণ ১৪৩১

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত : ১৪:২৩, ১০ মে ২০২৪

আপডেট: ১৯:০০, ১০ মে ২০২৪

জনগণকে পেনশন স্কিমের সুবিধা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

জনগণকে পেনশন স্কিমের সুবিধা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
সংগৃহীত

সরকার ঘোষিত পেনশন স্কিমের সুবিধা নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, পেনশন স্কিমের কারণে বয়সকালে একজন ব্যক্তির জীবন সুরক্ষিত থাকবে। আজ শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে মতবিনিময় সভায় এ আহ্বান জানান শেখ হাসিনা।

ব্যক্তিগত সফরে শুক্রবার সকাল ৭টায় গণভবন থেকে সড়কপথে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন। সকাল ৯টা ৫০ মিনিটের দিকে সেখানে পৌঁছান তিনি। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর টুঙ্গিপাড়ার দাড়িয়ারকুল সমবায় সমিতির সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে শুরু হয় এ আয়োজন।

প্রধানমন্ত্রী বলেন, ‘পেনশন স্কিমে সবার জন্য সুবিধা রাখা হয়েছে। এতে বয়সকালে একজন ব্যক্তির জীবন সুরক্ষিত থাকবে।’

সরকার প্রধান বলেন, ‘কৃষি উৎপাদন বাড়াতে সমবায়ভিত্তিক কৃষির ওপর জোর দিয়েছিলেন বঙ্গবন্ধু। সবুজ বিপ্লবের মাধ্যমে পরিবর্তনও আনতে চেয়েছিলেন। কিন্তু তাঁর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সে প্রচেষ্টা থেমে যায়।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন পর ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার সমবায়ের ওপর জোর দেয়। দাড়িয়ারকুল আমার বাড়ি আমার খামারের মতো সমবায়ের ধারণা সারা দেশে ছড়িয়ে দিতে এখন কাজ চলছে। কোনো জমিই অনাবাদি রাখা যাবে না।’

এ সময় সমবায়ের মাধ্যমে উৎপাদন বাড়িয়ে ক্ষুদ্র সঞ্চয়ের দিকে মনোযোগ দিতে কৃষকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পুরো গোপালগঞ্জে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আজ শুক্রবারই বিকেল ৫টায় সড়ক পথে ঢাকার উদ্দেশে রওনা হন সরকার প্রধান।

সূত্র: Independent

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ