শনিবার   ২৭ জুলাই ২০২৪ || ১১ শ্রাবণ ১৪৩১

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত : ১১:৩৪, ১৫ মে ২০২৪

আপডেট: ১১:৫২, ১৫ মে ২০২৪

সাঘাটায় সরকারিভাবে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন

সাঘাটায় সরকারিভাবে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
সংগৃহীত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার (১৪ মে) উপজেলার বোনারপাড়া সরকারি খাদ্য গুদামে এ কর্মসূচির উদ্বোধন করেন সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী।

চলতি মৌসুমে বোনারপাড়া সরকারি খাদ্য গুদামে ৩২ টাকা কেজি দরে ১ হাজার ৪৭৮ মেট্রিকটন ধান, ৪৫ টাকা কেজি দরে ৩ হাজার ১৫৭ মেট্রিকটন সিদ্ধ চাল, ৪৪ টাকা কেজি দরে ১২৯ মেট্রিকটন আতপ চাল ও ৩৪ টাকা কেজি দরে ৬৮ মেট্রিকটন গম কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মন, মৎস্য অফিসার এমদাদুল হক, খাদ্য নিয়ন্ত্রক মামুনার রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মিঠুন কুন্ডু, যুব উন্নয়ন অফিসার আবু বকর সিদ্দিক, পল্লী উন্নয়ন অফিসার সামিউল ইসলাম, সমবায় অফিসার আব্দুল কাফি, সহকারী প্রগ্রামার কামরুজ্জামান, একাডেমিক সুপার ভাইজার সিদ্দিকুর রহমান, উদ্ভিদ সংরক্ষন অফিসার ওয়ালিউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার সরকার, খাদ্য গুদাম কর্মকর্তা পারভেজ হোসেন, বোনারপাড়া পুলিশ ফাড়ি ইনচার্জ পবিত্র কুমার, মিল মালিক সমিতির সভাপতি আলহাজ্জ আব্দুল হালিম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ