শনিবার   ২৭ জুলাই ২০২৪ || ১১ শ্রাবণ ১৪৩১

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত : ১১:৩০, ১৫ মে ২০২৪

একদিনের সফরে গাইবান্ধায় জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল

একদিনের সফরে গাইবান্ধায় জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল
সংগৃহীত

একদিনের সফরে গাইবান্ধায় এসেছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও দ্য ইউনাইটেড নেশন ফান্ড ফর পপুলেশন অ্যাকটিভিটিজের (ইউএনএফপিএ) নির্বাহী পরিচালক ডা. নাটালিয়া কানেম।

মঙ্গলবার (১৪ মে) সকাল ৯টায় ঢাকা থেকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে তিনি গাইবান্ধা সদর উপজেলার তুলশীঘাট হেলিপ্যাডে অবতরণ করেন।

এ সময় রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এবিএম আবু হানিফ, গাইবান্ধার পুলিশ সুপার মো. কামাল হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এরপর সড়ক পথে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শাপমারা ইউনিয়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাঁওতাল জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।

পরে তিনি দুপুরে গাইবান্ধা সদর থানায় স্থাপিত নারী শিশু ও প্রতিবন্ধী সহায়তা কেন্দ্রের কর্মকাণ্ড পরিদর্শন করবেন।

বেলা ২টার দিকে তিনি গাইবান্ধার বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) প্রধান কার্যালয়ে হিজড়া জনগোষ্ঠীদের সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাবে নিজেদের সহনশীল করার বিষয়াদি নিয়ে মতবিনিময় শেষে ঢাকায় ফিরবেন।

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ