শনিবার   ২৭ জুলাই ২০২৪ || ১১ শ্রাবণ ১৪৩১

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত : ১১:০০, ১৭ মে ২০২৪

ফুলছড়িতে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা

ফুলছড়িতে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা
সংগৃহীত

গাইবান্ধার ফুলছড়িতে সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে ক্রিয়া প্রকল্পের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ফুলছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এসকেএস ফাউন্ডেশনের কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচির (ক্রিয়া) প্রকল্পের আওতায় সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে ক্রিয়া প্রকল্পের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডলের সভাপতিত্বে ক্রিয়া প্রকল্পের সমন্বয়কারী লাভলী খাতুনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার বর্মন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহীদুজ্জামান শামীম, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা ইউনুস আলী, উপজেলা জেন্ডার সমতা ও জলবায়ু জোট (জিকা) কমিটির সভাপতি এস এম ইব্রাহিম আলী, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল হক, ফুলছড়ি থানার এসআই তফিজ উদ্দিন, প্রকল্পের কর্মকর্তা সুলতানা বাহার, নারী নেত্রী ইয়ারন বেগম, বিথি বেগম প্রমুখ। মতবিনিময় সভায়, ফুলছড়ি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানসহ সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, দীর্ঘদিন ধরে ফুলছড়ি উপজেলায় স্থানীয় সরকার, জলবায়ু পরিবর্তন ও জলবায়ু সহনশীলতা, দুর্যোগ ঝুকিহ্রাস, নারী অধিকার, নারী ক্ষমতায়নসহ বিভিন্ন প্রকার কার্যক্রম পরিচালনা করছে। এ প্রকল্পের মাধ্যমে চরাঞ্চলের নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসময় সরকারি দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ অবস্থান থেকে এবিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ