শনিবার   ২৭ জুলাই ২০২৪ || ১১ শ্রাবণ ১৪৩১

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত : ১১:২৭, ১৫ মে ২০২৪

জাল টাকা প্রতিরোধে সুন্দরগঞ্জে সচেতনতামূলক কর্মশালা

জাল টাকা প্রতিরোধে সুন্দরগঞ্জে সচেতনতামূলক কর্মশালা
সংগৃহীত

কোরবানির ঈদকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জালনোট প্রতিরোধে সচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

সোনালী ব্যাংক লিমিটেড পিএলসি সুন্দরগঞ্জ শাখার আয়োজনে মঙ্গলবার (১৪ মে) উপজেলা পরিষদের হলরুমে বাংলাদেশ ব্যাংকের পৃষ্টপোষকতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

গাইবান্ধা সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আহসানুল কবিরের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার মো. তরিকুল ইসলাম। 

সুন্দরগঞ্জ সোনালী ব্যাংক লিমিটেড পিএলসি শাখার ম্যানেজার মো, আব্দুল হাদীর সঞ্চালনায় আর বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. মিজানুর রহমান, থানার ওসি মো. মাহবুব আলম, বীর মুক্তিযোদ্ধা মো. এমদাদুল হক বাবলু ও মো. সিরাজুল ইসলাম প্রমুখ। 

কর্মশালায় সরকারি ও বেসরকারি চাকরিজীবী, শিক্ষক, সাংবাদিক ও সুধীসহ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। কর্মশালায় কীভাবে জাল টাকা সনাক্ত করা যাবে সে বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে সচেতনতামূলক দিক নিদের্শনা প্রদান করা হয়।   

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ