রোববার   ১৯ মে ২০২৪ || ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

প্রকাশিত: ০৫:২০, ৭ জুলাই ২০২১

সাঘাটায় ১৪ টি মামলা ও প্রতিষ্ঠান খোলায় ৬৫৫০ টাকা জরিমানা

সাঘাটায় ১৪ টি মামলা ও প্রতিষ্ঠান খোলায় ৬৫৫০ টাকা জরিমানা

গাইবান্ধার সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) তুহিন হোসেন এর নেতৃত্বে গত কাল ৬ জুলাই মঙ্গলবার সারাদিনব্যাপী সাঘাটার বিভিন্ন হাট বাজারে মানুষের জনসমাগম কমাতে অভিযান চালানো হয়েছে।

স্বাস্থ্যবিধি না মেনে অবাধে মাস্ক ছাড়া চলাচলকৃত ব্যক্তিদের জরিমানা সহ বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ হাজার ৫ শত ৫০ টাকা জরিমানা করেন ও ১৪ টি বিভিন্ন মেয়াদে মামলা হয়।

করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন মূলক পরামর্শ প্রচার ও ১৪ দিনের লকডাউন পালন করতে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তুহিন হোসেন ও সাঘাটা থানার অফিসার ইনচার্জ, বেলাল হোসেন বিভিন্ন দিকনির্দেশনা মূল্যক কথা বলেন। দেশব্যাপী মহামারী করনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাওয়ায় সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলার সাঘাটায় চলছে কঠোর লকডাউন।

সাঘাটা উপজেলার কিছু দোকান মালিকরা লকডাউনে প্রশাসনের সাথে খেলছে লুকোচুরি। এদিকে লকডাউন বাস্তবায়নে প্রতিদিনই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট চালানো হচ্ছে।

সরকারি বিধি নিষেধ অমান্য করে জরিমানা করেন সাঘাটা উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) তুহিন হোসেন এসময় উপস্থিত ছিলেন অনর্ব, সেনা কেপ্টেন ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য সহ অনেকে, উল্লেখ্য, ব্যবসায়ীদের সতর্ক করে নিবার্হী ম্যাজিস্ট্রেট তুহিন হোসেন, বলেন- পরবর্তীতে একই অপরাধ করলে জরিমানা বেশি সহ জরিমানা অনাদায়ে জেল দেয়া হবে।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ