শনিবার   ২৭ জুলাই ২০২৪ || ১১ শ্রাবণ ১৪৩১

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত : ১১:৫৭, ১৮ মে ২০২৪

দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ২০ এমবিপিএস, আসছে নীতিমালা

দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ২০ এমবিপিএস, আসছে নীতিমালা
সংগৃহীত

দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ২০ এমবিপিএস। এর চেয়ে কম গতির ব্রডব্যান্ড সংযোগ কেউ দিতে পারবে না।

বৃহস্পতিবার ‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমনটাই জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শিগগিরই নতুন ব্রডব্যান্ড নীতিমালা শিগগির ঘোষণা করা হবে বলে জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায় আমরা নতুন ব্রডব্যান্ড নীতিমালা প্রণয়ন করছি। শিগগির এটা ঘোষণা করা হবে। যেখানে অন্ততপক্ষে ২০ এমবিপিএসেক আমরা সর্বনিম্ন ব্রডব্যান্ড গতি হিসেবে ঘোষণা করবো। যাতে এর নিচে কেউ ব্রডব্যান্ড সংযোগ দিতে না পারে। দেশের সব নাগরিককে সুলভমূল্যে উচ্চগতির ইন্টারনেট দেওয়ার লক্ষ্যেই আমরা ব্রডব্যান্ড নীতিমালা করছি।’

অনুষ্ঠানে দুটি নতুন আইন প্রণয়নের কথা জানিয়ে জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি নতুন টেলিকম আইন প্রণয়ন করবো। এছাড়া আমরা আমাদের নাগরিকদের জন্য ব্যক্তিগত ডাটা নিরাপত্তা আইন করতে যাচ্ছি, যাতে নাগরিকের তথ্য সুরক্ষা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষা হয়।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম আমিরুল ইসলাম, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির চেয়ারম্যান ও সিইও ড. শাহজাহান মাহমুদ এবং বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ