শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৫:৩১, ২৬ জানুয়ারি ২০১৯

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে লড়াই হবে ত্রিমুখী

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে লড়াই হবে ত্রিমুখী

প্রার্থীর মৃত্যুতে বন্ধ থাকা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে ভোটগ্রহন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৭ জানুয়ারি। এ আসনে মূল লড়াইটা হবে আওয়ামী লীগের ইউনুস আলী সরকার, জাসদের এস এম খাদেমুল ইসলাম খুদি ও জাতীয় পার্টির প্রার্থী দিলারা খন্দকার শিল্পীর মধ্যে। তারা নির্বাচনের মাঠ দাপিয়ে বেড়িয়েছেন প্রতীক বরাদ্দের পর থেকেই। ভোটারদের দ্বারে দ্বারে তারা গেছেন। আসনটি পেতে মরিয়া মহাজোটের এই তিন প্রার্থীই। তারা ছাড়াও নির্বাচনের মাঠে আছেন এনপিপির মিজানুর রহমান তিতু ও স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ নিউ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম তফসিলে প্রতীক বরাদ্দের পর গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী গত বছরের ১৯ ডিসেম্বর মারা গেলে ৩০ ডিসেম্বর এই আসনের ভোট বন্ধ থাকে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এই আসনে ১৩২টি ভোটকেন্দ্রের ৭৮৬টি ভোটকক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন চার লাখ ১১ হাজার ৮৫৪ জন।

জানা গেছে, এই আসনে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের আবু তালেব মিয়া ও দশমে ইউনুস আলী সরকার, দ্বিতীয়তে বিএনপির ড. আর এ গনি ও ষষ্ঠতে অধ্যক্ষ মোখলেছুর রহমান এবং তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম সংসদে জাতীয় পার্টির ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

এরআগে ইউনুস আলী সরকার অষ্টম ও নবমে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী এবং খাদেমুল ইসলাম খুদি দশম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। দিলারা খন্দকার শিল্পী, মিজানুর রহমান তিতু ও আবু জাফর মো. জাহিদ নিউ এবারই প্রথম সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া খাদেমুল ইসলাম খুদি ২০০৩ সালে সাদুল্লাপুরের ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ২০০৯ সালে সাদুল্লাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচনে জয়লাভ করেন। 

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আবদুল মতিন বলেন, নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। বিজিবি, র‌্যাব ও পুলিশ পর্যাপ্ত থাকবে। তিন স্তুরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করা হবে।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেনেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনজুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেইগোবিন্দগঞ্জে কাজী রাশিদা শিশু পার্কের উদ্বোধনইউরোপের চার দেশে বাংলাদেশি শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু