শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৮:৩২, ১৫ ডিসেম্বর ২০১৮

সিলেট ও মাশরাফির অন্যরকম ‘২০০’

সিলেট ও মাশরাফির অন্যরকম ‘২০০’

একপাশে লাক্কাতুরা চা বাগানের সবুজ দেয়াল। আরেক পাশে পাহাড়ি টিলা। তার মাঝে সবুজের গালিচাতে সাদা দেয়াল আর লাল ছাদের ভবন। ব্রিটিশ স্থাপত্য নকশা যেন মনে করিয়ে দেয় ইংল্যান্ডের লর্ডস স্টেডিয়ামের কথা। কিন্তু না, এ যে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ২০১৪তে টি-টোয়েন্টি অভিষেক দিয়ে শুরু এই ভেন্যুর যাত্রা। এরপর গেল বছর প্রথমবার এই মাঠে পা পড়ে বাংলাদেশ দলের। চলতি বছর এই ভেন্যুর কল্যাণেই সিলেট প্রবেশ করে টেস্টের মর্যাদার ইতিহাসে। তার রেশ কাটতে না কাটতেই কাল হয়ে গেল ভেন্যুটির ওয়ানডে অভিষেকও। সেই সঙ্গে বিশ্বের ২০০তম ওয়ানডে ভেন্যুর তালিকায় অন্তর্ভুক্ত হয়ে গেল সিলেট স্টেডিয়ামের নাম। কাকতালীয়ভাবে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুতর্জার নামটিও এই মাঠের সঙ্গে জড়িয়ে গেল সংখ্যার কারণে। গতকাল বাংলাদেশের হয়ে ২০০তম ওয়ানডে ম্যাচ খেললেন মাশরাফি। যদিও ঢাকাতেই তিনি তার ক্যারিয়ারের আন্তর্জাতিক ওয়ানডের ডবল সেঞ্চুরি পূর্ণ করে ফেলেছিলেন। ক্যারিয়ারে মাশরাফি দু’টি ওয়ানডে  খেলেছেন এশিয়া একাদশের হয়ে।

ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে মাশরাফি ওয়ানডে ম্যাচের ডবল সেঞ্চুরি পূরণ করেছিলেন। তবে সেখানে ১৯৮ ম্যাচ খেলা হয়েছিল দেশের হয়ে। শুধু তাই নয়, এই ম্যাচেই মাশরাফি দেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দেয়ার মাইলফলক স্পর্শ করেন। তার আগে ৬৯ ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। গতকাল সকাল থেকেই সিলেটের সড়কগুলোতে ছিল দারুণ ভিড়। শীতের সকাল আর নির্বাচনের ডামাডোল উপেক্ষা করে সিলেটের ক্রিকেটপ্রেমীরা ছুটছিলেন মাঠের দিকে। নিজেদের মাঠে প্রথম আন্তর্জতিক ওয়ানডে বলে কথা। তার উপর সিরিজ জয়ের উপলক্ষ। তবে মাশরফিও এই ম্যাচের অন্যতম আকর্ষণ। কারণ এখন সিলেটেই হতে পারে দেশের মাটিতে তার শেষ ওয়ানডে ম্যাচ ও সিরিজ। ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হতেই তিনি নিজের জীবনের নতুন ইনিংস শুরু করবেন। আগামী ৩০শে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন। সেখানে তিনি অংশ নিবেন একজন রাজনীতিবিদ হিসেবে। বনে যাবেন একজন পুরুদস্তুর রাজনীতিবিদ। তার সামনে এখন শুধু আগামী বছর নিউজিল্যান্ডে দ্বিপক্ষীয়, আয়াল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ডে বিশ্বকাপ। এরপর বিদায় বলে দিতে পারেন ক্রিকেটকে। যদিও তিনি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলেই জানিয়েছেন।

গতকাল  সিলেট স্টেডিয়ামের গ্যালারি জুমা নামাজের পর কানায় কানায় পূর্ণ হয়ে যায়। টাইগারদের উৎসাহ জানাতে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে সবুজ প্রকৃতির নিরবতা। তবে দর্শকদের ‘বাংলাদেশ’ ‘বাংলাদেশ’ ধ্বনির সঙ্গে ভেসে আসে ‘নৌকা’  নৌকা স্লোগানও। এর কারণও মাশরাফি। এবার তিনি বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। আর  সেই কারণেই মাশরাফির হাতে বল উঠলেই দলীয় স্লোগান দিয়ে তাকে উৎসাহ দিতে থাকেন মাঠে আসা দর্শকরা।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেনেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনজুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেইগোবিন্দগঞ্জে কাজী রাশিদা শিশু পার্কের উদ্বোধনইউরোপের চার দেশে বাংলাদেশি শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু