শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৭:১০, ১২ অক্টোবর ২০২০

দিল্লির শীর্ষস্থান কেড়ে নিলো রোহিত শর্মার মুম্বাই

দিল্লির শীর্ষস্থান কেড়ে নিলো রোহিত শর্মার মুম্বাই

দিল্লি ক্যাপিটালসের শীর্ষস্থান কেড়ে নিলেন রোহিত শর্মা অ্যান্ড কোং। তরুণ অধিনায়ক শ্রেয়াস আয়ার হেরে গেলেন অভিজ্ঞ রোহিত শর্মার কাছে। মূলতঃ দুই ব্যাটসম্যান কুইন্টন ডি কক এবং সুর্যকুমার যাদবের ব্যাটে ভর করে দিল্লি ক্যাপিটালসকে ৫ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এলো মুম্বাই।

জয়ের জন্য মুম্বাই ইন্ডিয়ান্সকে ১৬৩ রানের লক্ষ্য বেধে দিয়েছিল দিল্লি ক্যাপিটালস। ২ বল হাতে রেখেই এই লক্ষ্য পার হয়ে যায় বর্তমান চ্যাম্পিয়ন দলটি। সে সঙ্গে ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে রোহিত শর্মার দল। আর সমান সংখ্যক ম্যাচে একই জয় এবং সমান পয়েন্ট থাকলেও দিল্লি পিছিয়ে পড়েছে রান রেটে।

আবু ধাবির শেখ জায়েদ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য ১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই রোহিত শর্মার উইকেট হারিয়ে বসে মুম্বাই ইন্ডিয়ান্স। ১২ বলে ৫ রান করে আউট হন রোহিত। এরপর কুইন্টন ডি কক আর সুর্যকুমার যাদব মিলে হাল ধরেন বর্তমান চ্যাম্পিয়নদের।

যদিও দু’জনের জুটি আয়ু মাত্র ৪৬ রানের। এর মধ্যে ৩৬ বলে ৫৩ রান করে আউট হয়ে যান ডি কক। ৪টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার মারেন তিনি। প্রোটিয়া এই ব্যাটসম্যান আউট হওয়ার পর সুর্যকুমার যাদব আর ইশান কিশান মিলে দলের জয়ের মূল কাজটি সেরে ফেলেন। দু’জন মিলে ৫৩ রানের জুটি গড়লেও ১৩০ রান পর্যন্ত দলকে নিয়ে যান।

এ সময় সুর্যকুমার যাদব ৩২ বলে ৫৩ রান করে আউট হন। ৬টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মারেন ১টি। ইশান কিশান ১৫ বল খেলে করেন ২৮ রান। ২টি করে বাউন্ডারি এবং ছক্কা মারেন তিনি। শেষে কাইরন পোলার্ড ১৪ বলে অপরাজিত ১১ এবং হার্দিক পান্ডিয়া ৭ বলে ১২ রান করে দলকে জয় উপহার দেন।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেনেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনসুইজারল্যান্ডে স্কলারশিপ পাওয়ার উপায় কিবৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলাসবাই ঈদের নামাজে গেলে শাহনাজের ঘরে ঢুকে প্রেমিক রাজু, অতঃপর...