রোববার   ১৯ মে ২০২৪ || ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

প্রকাশিত: ০৫:৫৮, ১৫ জানুয়ারি ২০২০

নাদালের আরো কাছে এলেন জকোভিচ

নাদালের আরো কাছে এলেন জকোভিচ

রোববার রাফায়েল নাদালকে হারিয়ে প্রথমবারের মতো এটিপি কাপে সার্বিয়াকে শিরোপা উপহার দিয়েছেন নোভাক জকোভিচ। এই জয়ে শিরোপার পাশাপাশি বিশ্ব র‍্যাংকিংয়েও পয়েন্টের দিক থেকে ভালো এগিয়েছেন তিনি। সবশেষ প্রকাশিত এটিপি ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে এক নম্বরে থাকা নাদালের আরো কাছে চলে এসেছেন জকোভিচ।

গেল সপ্তাহে অনুষ্ঠিত এটিপি কাপে আকট ম্যাচের সবকটিতেই জিতেছেন জকোভিচ। এর মাঝে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী নাদালকে হারান ৬-২, ৭-৬ (৭/৪) গেমে। আগামী সপ্তাহে মেলবোর্নে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট। এর আগে বর্তমান র‍্যাংকিংয়ের শীর্ষ এই দুই খেলোয়াড়ের মধ্যে পয়েন্টের ব্যবধান মাত্র ৫১০। এটিপি কাপে নাদালের সঙ্গে ৪২০ পয়েন্ট ব্যবধান কমিয়েছেন সার্বিয়ান তারকা।

সর্বশেষ প্রকাশিত শীর্ষ ১০ এটিপি বিশ্ব র‌্যাংকিং:

১. রাফায়েল নাদাল (স্পেন) 
২. নোভাক জকোভিচ (সার্বিয়া) 
৩. রজার ফেদেরার (সুইজারল্যান্ড) 
৪. দানিল মেদভেদেভ (রাশিয়া) 
৫. ডমিনিক থিম (অস্ট্রিয়া) 
৬. স্টিফানোস সিতসিপাস (গ্রীস) 
৭. আলেক্সান্দার জেভরেভ (জার্মানী) 
৮. মাত্তেও বেরেত্তিনি (ইতালি)
৯. রবার্তো বাতিস্তা আগুত (স্পেন) 
১০. গায়েল মনফিলস (ফ্রান্স)

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ