শুক্রবার   ১৭ মে ২০২৪ || ২ জ্যৈষ্ঠ ১৪৩১

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত: ১২:০০, ৩০ এপ্রিল ২০২৪

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের বৈঠক

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের বৈঠক
সংগৃহীত

সীমান্তে নিরীহ মানুষ হত্যা বন্ধ, চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব পিলারের পাশে বিএসএফ পোস্টে দুই বাহিনীর মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে দুই বাহিনীর অধিনায়করা সীমান্তের শুন্য রেখায় পৌঁছালে একে অপরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বৈঠকে বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন, ভারতের ৬১ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কমল ভগতসহ ৫ সদস্য একটি টিম এবং বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন, জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়াসহ তিন সদস্যের একটি টিম।

জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া বলেন, বৈঠকে সীমান্তে হত্যা ও মাদক চোরাচালান শূন্যের কোঠায় নামিয়ে আনা, অবৈধ সীমান্ত পারাপার, তার কাঁটার বেড়া কর্তন বন্ধসহ দুই বাহিনীর সম্পর্ক আরও দৃঢ় করতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সূত্র: rtvonline

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ