রোববার   ১৯ মে ২০২৪ || ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত: ১০:২০, ২৬ এপ্রিল ২০২৪

সোনার দাম কমলো আরো ৬৩০ টাকা

সোনার দাম কমলো আরো ৬৩০ টাকা
সংগৃহীত

দেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দাম আরো কিছুটা কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় ৬৩০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম কমে হয়েছে ১ লাখ ১৩ হাজার ৫৬১ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল ৩টা ৫০ মিনিট থেকে এ দাম কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এর আগে, বুধবার সোনার দাম ভরিতে ২ হাজার ১০০ টাকা কমায় বাজুস। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়ায় ১ লাখ ১৪ হাজার ১৯০ টাকা।

গত মঙ্গলবার ভরিতে ৩ হাজার ১৩৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ১৬ হাজার ২৯০ টাকা নির্ধারণ করে বাজুস।

তারও আগে, ২১ এপ্রিল একদিনের ব্যবধানে ভরিতে ৬৩০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ১৯ হাজার ৪২৮ টাকা নির্ধারণ করেছিল বাজুস। যা সেদিন বিকেল ৩টা ৩০ মিনিট থেকে কার্যকর হয়েছিল।

আর গত ২০ এপ্রিল সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনা ৮৪০ টাকা কমিয়ে ১ লাখ ১৮ হাজার ৭৯৮ টাকা নির্ধারণ করেছিল বাজুস। যা সেদিন বিকেল ৩টা ৩০ মিনিট থেকে কার্যকর হয়েছিল।

এ নিয়ে চলতি বছরের প্রথম ৪ মাসে ১২ বার সোনার দাম সমন্বয় করলো বাজুস। ২০২৩ সালে সোনার দাম সমন্বয় করা হয়েছিল ২৯ বার।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ