মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ || ১৬ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১৮:৩৩, ২৪ মার্চ ২০২০

স্যানিটাইজার বানাচ্ছে শিক্ষা ক্যাডার, বিনামূল্যে পাবেন শ্রমজীবীরা

স্যানিটাইজার বানাচ্ছে শিক্ষা ক্যাডার, বিনামূল্যে পাবেন শ্রমজীবীরা

শিক্ষা ক্যাডারের উদ্যোগে দেশের বিভিন্ন সরকারি কলেজে রসায়ন বিভাগের ল্যাবে স্যানিটাইজার তৈরি করা হচ্ছে। বৈশ্বিক দুর্যোগ করোনাভাইরাস সংক্রমণের কারণে স্যানিটাইজারের সংকট ও দাম বৃদ্ধি পেয়েছে। ফলে ক্যাডার সার্ভিসের সবচেয়ে বৃহৎ শিক্ষা ক্যাডার কর্মকর্তারা এগিয়ে এসেছেন দেশের মানুষের নিরাপত্তায় সরকারকে সহযোগিতা করতে।

রাজধানীর ঢাকা উদ্যান কলেজের সহকারী অধ্যাপক নুসরাত জাহান এ ব্যাপারে তার ফেসবুকে পোস্ট দিয়েছেন। এ ছাড়া শিক্ষা ক্যাডার সম্পর্কিত বিভিন্ন ফেসবুক গ্রুপে এসব কার্যক্রম তুলে ধরা হচ্ছে।

রোববার ও সোমবার দেশের বেশ কিছু সরকারি কলেজের ল্যাবরেটরিতে তারা তৈরি করেছেন কয়েক হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার। ইতোমধ্যে কয়েক হাজার পিস তৈরি হয়ে গেছে যা এখন দুর্যোগ মোকাবিলায় বিতরণের অপেক্ষায়। উপকরণে ঘাটতি দেখা না দিলে এইভাবে শিক্ষা ক্যাডারের মাধ্যমেই দেশের চাহিদা অনুযায়ী স্যানিটাইজারের যোগান দেওয়া সক্ষম হবে বলে জানান প্রস্তুতকারকরা।

চট্টগ্রাম সরকারি কলেজে তৈরি করা হচ্ছে স্যানিটাইজার। ছবি: সৌজন্য

স্যানিটাইজার প্রস্তুতকারী সরকারি কলেজগুলোর মধ্যে রয়েছে ঢাকা কলেজ, সরকারি সোহরাওয়ার্দী কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, সরকারি গুরুদয়াল কলেজ, চট্টগ্রাম কলেজ, রাজশাহী কলেজ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ , এম.সি কলেজ, আনন্দ মোহন কলেজ (ময়মনসিংহ), কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, সরকারি সিটি কলেজ (চট্টগ্রাম) চট্রগ্রাম সরকারি কলেজ, সৈয়দপুর সরকারি কারিগরি কলেজ, হাজী মহসিন কলেজ (চট্রগ্রাম) জয়পুরহাট সরকারি কলেজ, এম.আর কলেজ (পঞ্চগড়), সরকারি বৃন্দাবন কলেজ (হবিগঞ্জ) কারমাইকেল কলেজ (রংপুর), দিনাজপুর সরকারি কলেজ, রাঙ্গামাটি সরকারি কলেজ, নিউ গভ. ডিগ্রি কলেজ।

কয়েকটি কলেজ ইতোমধ্যে স্যানিটাইজার তৈরি করে দরিদ্র শ্রমজীবী মানুষের মধ্যে বিতরণ করেছে। প্রত্যন্ত অঞ্চলসহ সারা দেশে ৩০০টি কলেজে শিক্ষা ক্যাডার কর্মকর্তারা কর্মরত আছেন। কিন্তু সব কলেজে স্যানিটাইজার তৈরির উপকরণ নেই। পর্যাপ্ত সরকারি সহায়তা পেলে সারাদেশের সব কলেজে এটি তৈরি করে কারোনা মোকাবেলায় সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারবেন বলে মনে করেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

দেশজুড়ে আরো ৩ দিন হিট অ্যালার্ট জারিন্যাপ এক্সপো-২০২৪ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীবদলে গেল গাইবান্ধার ৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনজুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেইগোবিন্দগঞ্জে কাজী রাশিদা শিশু পার্কের উদ্বোধন