রোববার   ১৯ মে ২০২৪ || ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

প্রকাশিত: ১৪:২৮, ২ নভেম্বর ২০১৯

যত্রতত্র রাস্তা পারাপার হলে গুনতে হবে ১০ হাজার টাকা জরিমানা

যত্রতত্র রাস্তা পারাপার হলে গুনতে হবে ১০ হাজার টাকা জরিমানা

আইন না মানার কারণে সড়কে থামছেই না মৃত্যুর মিছিল। প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে অনেক মানুষ। দেশের রাস্তাগুলো যেন মৃত্যুফাঁদ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন ঝরে যায় কত প্রাণ। তাই সড়কে দুর্ঘটনা কমাতে নতুন সড়ক পরিবহন আইন কার্যকর করা হয়েছে ১ নভেম্বর থেকে। 

আলোচিত নতুন সড়ক পরিবহন আইনে শুধু মালিক কিংবা চালক নয়, পথচারীদের জন্যও শাস্তির বিধান আছে। ওভারব্রিজ কিংবা ফুটপাত ও জেব্রাক্রসিং ব্যবহার না করে যত্রতত্র রাস্তা পারাপার হলে ১০ হাজার টাকা জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে।

তাই রাস্তায় চলার সময় যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। রাস্তা পার হওয়ার সময় গাড়ি দেখে পার হবেন। ফোনে কথা বলবেন না। জেব্রা ক্রসিং ব্যবহার করুন। ফুটওভার ব্রিজ ব্যবহার করুন। জেব্রা ক্রসিং না থাকলে সামনে-পেছনে, ডানে-বাঁয়ে দেখে পার হন।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ