বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪ || ১ জ্যৈষ্ঠ ১৪৩১

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত: ১১:৪৫, ২৯ এপ্রিল ২০২৪

আপডেট: ১৩:১৭, ২৯ এপ্রিল ২০২৪

গাইবান্ধায় বিশুদ্ধ ঠান্ডা পানি বিতরণ করে জনস্বাস্থ্য বিভাগ

গাইবান্ধায় বিশুদ্ধ ঠান্ডা পানি বিতরণ করে জনস্বাস্থ্য বিভাগ
সংগৃহীত

গাইবান্ধায় তীব্র দাবদাহে কিছুটা স্বস্তি দিতে পানি ও খাবার স্যালাইন নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে প্লানার্স অ্যান্ড ডিজাইনার্স প্রকৌশলী কল্যাণ সংস্থা।

রোববার (২৮ এপ্রিল) দুপুরে গাইবান্ধা জনস্বাস্থ্য প্রকৌশলের সহযোগিতায় শহরের ডিবি রোডে পথচারীদের মাঝে বিশুদ্ধ ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।

জানা যায়, সংস্থাটি চলমান তীব্র তাপদাহে পথচারীদের পিপাসা নিবারণের লক্ষে ভ্রাম্যমাণ পানির ট্যাংকের মাধ্যমে ভ্যানে করে প্রায় এক হাজার পথচারীদের মাঝে এ পানি ও স্যালাইন বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষে উপ-সহকারী প্রকৌশলী এএসএম আরেফ বিল্লাহ্, সংস্থার সভাপতি ফরমান আলী, সাধারণ সম্পাদক রোকন-উদ-দোলা, হাসানুল হক, চমক কুমার সরকার, ফজলে রাব্বি, শিমুল কুমার সরকার, সাকিল আহমেদ প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ