বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪ || ১ জ্যৈষ্ঠ ১৪৩১

প্রকাশিত: ০৫:৪১, ৩০ নভেম্বর ২০২০

গাইবান্ধায় উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত

গাইবান্ধায় উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত

“উদ্যোক্তার দৃষ্টি, সৃজনশীল সৃষ্টি” এই শ্লোগান নিয়ে গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শনিবার এক উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান।

উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সহযোগিতায়, গাইবান্ধা উদ্যোক্তা এসোসিয়েশন এই  সমাবেশের আয়োজন করে। উদ্যোক্তা এসোসিয়েশনের আহবায়ক আব্দুস সবুরের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর কবির, গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকছুদার রহমান শাহান, উদ্যোক্তা উন্নয়ন ও বিনিয়োগ সহায়তা কেন্দ্রের প্রশিক্ষণ সমন্বয়ক সোহরাব আলী, পূবালী ব্যাংকের সিনিয়র অফিসার সোহেল রানা, প্রভাষক আতাউর রহমান, বিপুল কুমার দাস, আশিক ইকবাল, পলাশ আহমেদ প্রমুখ।

পরে জেলার সফল উদ্যোক্তা হিসেবে শ্যামলী বেগম এবং আব্দুস সবুরকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

 

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ