মঙ্গলবার   ২১ মে ২০২৪ || ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

প্রকাশিত: ১১:১৫, ২০ অক্টোবর ২০২০

আলুর দাম বেশি নেয়ায় পলাশবাড়ীতে ২ ব্যবসায়ীকে জরিমানা

আলুর দাম বেশি নেয়ায় পলাশবাড়ীতে ২ ব্যবসায়ীকে জরিমানা

সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রির দায়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ২ ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কালিবাড়ী হাটের কাঁচাবাজারে এ অভিযান পরিচালনা করা হয়। নেতৃত্ব দেন পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. মেরিনা আফরোজ।

সহকারী কমিশনার (ভূমি) মোছা. মেরিনা আফরোজ জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে আলুর দাম বেশি নেয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ওই দুইজন ব্যবসায়ীর প্রত্যেককে ১০০০ টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বাজারের প্রতিটি দ্রব্যের বিক্রয়মূল্য প্রদর্শনের নির্দেশ দেয়া হয়েছে।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ