শনিবার   ২৭ জুলাই ২০২৪ || ১১ শ্রাবণ ১৪৩১

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত : ১০:২৪, ২১ মে ২০২৪

আপডেট: ১১:২৪, ২১ মে ২০২৪

সুন্দরগঞ্জে ‘বন্যার আগাম সাড়াদান’ প্রকল্পের অবহিতকরণ সভা

সুন্দরগঞ্জে ‘বন্যার আগাম সাড়াদান’ প্রকল্পের অবহিতকরণ সভা
সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বন্যার আগাম সাড়াদান প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।  বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে রাইমস্ এর কারিগরি সহায়তায় এবং সেভ দ্যা চিলন্ডেনের সহযোগিতায় জার্মান ফেডারেল ফরেন অফিসের অর্থায়নে সোমবার উপজেলা সম্মেলন কক্ষে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রকল্প অবহিকরণ সভায় বক্তব্যে রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান, উপজেলা উপসহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মো. খোকন রানা, ইউপি চেয়ারম্যান মো. মেহেদী মোস্তফা মাসুম, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক এ মান্নান আকন্দ, প্রকল্প ব্যবস্থাপক মো. জালাল উদ্দিন, প্রজেক্ট অফিসার রনজিৎ কুমার পাল, সেভ দ্যা চিলড্রেনের প্রজেক্ট অফিসার মো. তাজমুল ইসলাম প্রমূখ। 

জানা গেছে, গাইবান্ধা জেলার ফুলছড়ি, গাইবান্ধা সদর ও সুন্দরগঞ্জ উপজেলার চারটি করে মোট ১২টি ইউনিয়নে প্রকল্পটি কাজ করবে। এতে কমপক্ষে ১ হাজার ৫০০ পরিবার সুবিধা ভোগ করবেন। 

সুন্দরগঞ্জ উপজেলার বেলকা, হরিপুর, চন্ডিপুর ও কাপাসিয়া ইউনিয়নে বন্যার আগাম সারাদান বিষয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবেন প্রকল্পটি।

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ