সকল শ্রেনী পেশার মানুষের অংশগ্রহণে পলাশবাড়ীতে সম্প্রীতি সমাবেশ

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক, সাংবাদিকসহ সকল শ্রেণিপেশার মানুষকে নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে পৌরশহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়নের সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আ’লীগ সভাপতি সাবেক সভাপতি আবু বকর প্রধান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সহ-সভাপতি অধ্যক্ষ ছাইফুলার রহমান চৌধুরী তোতা, সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এ এস এম রফিকুল ইসলাম মন্ডল রিপন, মোছা. আনোয়ারা বেগম, থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান, এসএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান সুশীল চন্দ্র সরকার ও উপজেলা পুজা উদ্যাপন পরিষদ সাধারণ সম্পাদক দীলিপ চন্দ্র সাহা, পলাশবাড়ী প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, শিক্ষক মিজানুর রহমান মিজান,সাইদুর রহমান, মিজানুর রহমান খান পলাশ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনু, পৌর ছাত্রলীগের আহবায়ক মাসুম সরকারসহ অন্যান্যরা । সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইন্সট্রাক্টর সোহেল রানা। এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যারবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্প্রীতি সমাবেশে বক্তারা, ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠী, দলমত নির্বিশেষে সকলের মাঝে সুবাতাস ছড়িয়ে দিয়ে উপজেলার শান্তি সম্প্রীতি বজায় রাখতে সকলের প্রতি আহবান জানান।
দৈনিক গাইবান্ধা