সোমবার   ১৩ মে ২০২৪ || ২৯ বৈশাখ ১৪৩১

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত: ১২:৫৫, ১৬ এপ্রিল ২০২৪

তাসকিনকে আইপিএলে না পাঠানোর কারণ জানালো বিসিবি

তাসকিনকে আইপিএলে না পাঠানোর কারণ জানালো বিসিবি
সংগৃহীত

কাঁধে ইনজুরি নিয়েই ওয়ানডে বিশ্বকাপ খেলেছিলেন তাসকিন আহমেদ। এ কারণে বৈশ্বিক টুর্নামেন্টটিতে নিজের সেরাটা দিতে পারেননি। এরপর চাপ কমাতে টেস্ট ফরম্যাট থেকে বিশ্রামের কথা বলেছিলেন তিনি। বিসিবি তার আবেদনে সাড়াও দিয়েছিল।

আইপিএলের ১৭তম আসরে খেলার সুযোগ পেয়েছিলেন তাসকিন আহমেদ। কিন্তু বোর্ডের আপত্তি থাকায় যেতে পারেননি তিনি। বিসিবি পরিচালক জানান, তাসকিনকে পর্যাপ্ত বিশ্রাম দেয়ার জন্যই আইপিএল খেলার অনুমতি দেয়া হয়নি। 

আকরাম খান বলেন, ‘তাসকিন আমাদের তিন ফরম্যাটের খেলোয়াড়। সে টেস্ট, ওয়ানডে, টি-২০ খেলছে। আইপিএলে ৪০-৪৫ দিনের মধ্যে প্রচুর ম্যাচ খেলতে হয়, প্রচুর জার্নি করতে হয়। দেখা যায় রাত ১২টা পর্যন্ত খেলে পরের দিন সকাল ৬টায় আবার প্লেন ধরতে হয়।’

বর্তমানে ঢাকা আবাহনীর হয়ে ডিপিএলে খেলছেন তাসকিন। বিসিবির এই পরিচালক বলেন, ‘মুস্তাফিজের চেয়েও তাসকিনের ইনজুরি সমস্যা বেশি। এটা আমাদের জন্য কনসার্ন। ডিপিএলে কিন্তু তাসকিন বিশ্রাম পাচ্ছে। আইপিএল আর ঢাকা লিগ যদি চিন্তা করেন ওকে বিশ্রাম দেওয়া গুরুত্বপূর্ণ।’

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ

জনপ্রিয়