সোমবার   ১৩ মে ২০২৪ || ২৯ বৈশাখ ১৪৩১

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত: ১১:০১, ১৫ এপ্রিল ২০২৪

সুন্দরগঞ্জে ফেনসিডিলসহ যুবক আটক

সুন্দরগঞ্জে ফেনসিডিলসহ যুবক আটক
সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে যানবাহন তল্লাশিকালে ২৩৬ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

গাইবান্ধার পুলিশ সুপারের নির্দেশে পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবর আলম (পিপিএম) এর দিক নির্দেশনায় তদন্ত অফিসার মিলন চ‍্যাটার্জীর নেতৃত্বে রোববার সকালে উপজেলার মহিলা বাজার এলাকায় একটি টিম তল্লাশি চালিয়ে মাসুদ রানা মজনু (৩১) নামে এক যুবককে আটক করেছে। এসমর তার কাছ থেকে ২৩৬ বোতল ফেনসিডিল সহ একটি মোটরসাইকেলে জব্দ করা হয়

মাসুদ রানা মজনু গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মাগুরা কেশবপুর গ্রামের জাফরুল ইসলামের ছেলে।

সুন্দরগঞ্জ থানার তদন্ত অফিসার ইনচার্জ ও মামলার বাদী মিলন চ‍্যাটার্জী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামিকে গাইবান্ধা কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়