শনিবার   ১১ মে ২০২৪ || ২৭ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৫:৫৮, ৩১ মে ২০২০

শিরোপার আরো কাছে বায়ার্ন

শিরোপার আরো কাছে বায়ার্ন

বুন্দেসলিগায় ছন্দ ধরে রেখেছে বায়ার্ন মিউনিখ। জয়ের ছন্দে উড়ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। গত ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডকে হারানোর পর এবার ঘরের মাঠে ফরটুনাকে উড়িয়ে দিয়েছে তারা।

গতকাল শনিবার আলিয়াঞ্জ অ্যারেনায় ফরটুনাকে ৫-০ গোলে হারিয়েছে বায়ার্ন। দলের হয়ে জোড়া গোল করেছেন রবার্ত লেভানদোভস্কি। এ ছাড়া একবার করে জালের দেখা পেয়েছেন পাভার্দ, আলফানসো ডেভিস।

এর আগে প্রথম দেখায় ফরটুনার মাঠে ৪-০ গোলে জিতেছিল বায়ার্ন। এবার ফিরতি লেগে জয়ে শিরোপার আরো কাছে এগিয়ে গেল শিরোপাধারীরা।

ম্যাচের ১৫ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। ডি বক্সে সের্গে জিনাব্রির পাঠানো বলে জাল খুঁজে নেওয়ার চেষ্টা করছিলেন পাভার্দ। পারেননি তিনি। তালগোল পাকিয়ে মাটিয়াসের পায়ে লেগে বল জালে জড়ায়। 

প্রথম সুযোগ মিস করা পাভার্দ ২৯ মিনিটে আর ভুল করেননি। কিমিখের কর্নারে দারুণ হেডে নিজের প্রথম গোল আদায় করে নেন পাভার্দ। ৪৩তম মিনিটে ব্যবধান তৃতীয় গোল করেন লেভানদোভস্কি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই নিজের দ্বিতীয় গোল করেন লেভানদোভস্কি। চলতি মৌসুমে সব টুর্নামেন্ট মিলে এটি তাঁর ৪৩তম গোল। আর শেষের দিকে ৫২তম মিনিটে জটলা থেকে বল পেয়ে নিচু শটে দলের বড় জয় নিশ্চিত করেন ডেভিস। এতে ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে শিরোপার পথে এগিয়ে যাওয়া বায়ার্ন।

এই জয়ের সুবাদে চলতি লিগে ২৯ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে নিজেদের স্থান আরো দৃঢ় করল বায়ার্ন। ২৮ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বরুশিয়া ডর্টমুন্ড।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়