শনিবার   ১১ মে ২০২৪ || ২৭ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৪:৫২, ৮ মে ২০২১

গাইবান্ধায় প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন এমপি স্মৃতি

গাইবান্ধায় প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন এমপি স্মৃতি

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাকোয়া খালে সুস্বাদু দেশী মাছের বংশ বিস্তার কেন্দ্রের খনন কাজের উদ্বোধন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তিন উপজেলার সীমানা সংগ্লন্ন সাকোয়া খালের দুই ধারে তালগাছ রোপন ও গাইবান্ধা জেলার প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি।
৭ মে শুক্রবার সকাল ১০ টার দিকে সাকোয়া খাল এলাকায় পৌঁছে প্রথমে ওই এলাকায় ৫শ একর এলাকাজুড়ে অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি। পরে তিনি সাকোয়া খালে দেশী মাছের বংশ বিস্তার কেন্দ্রের খনন কাজের উদ্বোধন করেন। এরপর দুর্যোগ মোকাবেলায় সাকোয়া খালের দুই ধারে তালগাছের তারা রোপন করেন।
এসময় উপস্থিত ছিলেন সাদুল্যাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার খান বিপ্লব, সাদুল্যাপুর উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি প্রভাষক আঃ জলিল সরকার, শামসুজ্জোহা রাঙ্গা প্রামানিক, উপজেলা যুবলীগ সভাপতি শাহ মো. ফজলুল হক রানা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রিপন, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম ও খাজা নাজিম উদ্দিন ,বেতকাপা ও খোদ্দকোমরপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণসহ অন্যান্যরা।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়