বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ || ১৮ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৭:৫৬, ১ এপ্রিল ২০২০

রোগ-ব্যাধি ও বিপদ-আপদ থেকে মুক্তির দোয়া

রোগ-ব্যাধি ও বিপদ-আপদ থেকে মুক্তির দোয়া

দুনিয়াতে মানুষ কমবেশি বিপদ, মসিবত ও পেরেশানিতে পড়ে। এসব থেকে মুক্তি লাভের উপায় হিসেবে নবী করিম (সা.) উম্মতকে বিভিন্ন সময় বিভিন্ন দোয়া শিখিয়েছেন।

এক হাদিসে এসেছে, কোনো মুসলমান যদি অসুস্থ অবস্থায় এ আয়াতটি চল্লিশ বার পড়ে, তাহলে ওই অসুখে সে মারা গেলে চল্লিশজন শহিদের সওয়াব পাবে। আর সুস্থ হয়ে গেলে তার যাবতীয় গুনাহ মাফ করে দেয়া হবে। (হিসনে হাসিন- ২৪১)।
 
لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ

উচ্চারণ : ‘লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্ জালিমীন।’

অর্থ: ‘আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই। আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি। অবশ্যই আমি পাপী। (সূরা : আল আম্বিয়া, আয়াত : ৮৭)।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়