মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ || ১ আশ্বিন ১৪৩১

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত : ১২:২০, ১১ জুলাই ২০২৪

কোপা আমেরিকার ফাইনাল মঞ্চ মাতাবেন শাকিরা

কোপা আমেরিকার ফাইনাল মঞ্চ মাতাবেন শাকিরা
সংগৃহীত

কলম্বিয়ান গায়িকা শাকিরা। ২০১০ সালে বিশ্বকাপ ফুটবলের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ গেয়েছিলেন তিনি। সেই গান আজও ঘুরে ফেরে মানুষের মুখে মুখে। নতুন খবর হলো, বাংলাদেশ সময় আগামী ১৫ জুলাই অনুষ্ঠেয় কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে মঞ্চ মাতাবেন তিনি।

মঙ্গলবার (৯ জুলাই) লাতিন আমেরিকার ফুটবলের মহাদেশীয় নিয়ন্ত্রক সংস্থা কনমেবল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার তথ্যমতে, মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফাইনাল ম্যাচ। সেখানে প্রথমবারের মতো কলম্বিয়ান গায়িকা শাকিরা পারফর্ম করবেন। স্থানীয় সময় রাত ৮টায় নির্ধারিত ম্যাচের হাফ টাইমে তিনি গাইবেন। যেখানে প্রায় ৫৪ হাজার লোক উপস্থিত থাকবেন।

কোপা আমেরিকার সেমি ফাইনালে কানাডাকে হারিয়ে ফাইনালের টিকেট জিতেছে আর্জেন্টিনা। আগামীকাল অপর সেমিফাইনালে মুখোমুখি হবে উরুগুয়ে ও কলম্বিয়া। এ ম্যাচে জয়ী দল ফাইনালে মেসিদের মুখোমুখি হবে।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ