মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫ || ৮ বৈশাখ ১৪৩২

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত : ১৮:১০, ২৯ আগস্ট ২০২৪

না ফেরার দেশে ওয়ারফেজের গিটারিস্ট কমলের বাবা

না ফেরার দেশে ওয়ারফেজের গিটারিস্ট কমলের বাবা
সংগৃহীত

দেশের জনপ্রিয় হেভি মেটাল ব্যান্ড ওয়ারফেজের প্রতিষ্ঠাতা সদস্য ও গিটারিস্ট ইব্রাহিম আহমদে কমলের বাবা পাড়ি জমালেন না ফেরার দেশে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৯) দুপুরে সোশ্যালে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন কমল।

তিনি লেখেন, ‘আমার বাবা মো. আতাউর রহমান আজ একটা দশ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা উনার জন্য দোয়া করবেন।’ কমলের বাবার মৃত্যুতে শাকিব চৌধুরী, ইকবাল আসিফ জুয়েল, মেহেদী, আলিফ আলাউদ্দিন ছাড়াও বাংলা ব্যান্ড মিউজিকের শ্রোতারা শোক প্রকাশ করেছেন।

প্রায় চার দশকের বেশি সময় ধরে সঙ্গীতজগতের সঙ্গে যুক্ত গীতিকার, সুরকার ও প্রযোজক কমল। ওয়ারফেজের সব স্টুডিও অ্যালবামে অবদান রেখেছেন তিনি। এছাড়াও অর্থহীনের দুটি স্টুডিও অ্যালবামে কাজ করেছেন। দীর্ঘ সঙ্গীতজীবনে অনেক শ্রোতাপ্রিয় গান সৃষ্টি করেছেন কমল।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ