বুধবার   ১১ সেপ্টেম্বর ২০২৪ || ২৬ ভাদ্র ১৪৩১

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত : ১৬:৪৮, ১১ আগস্ট ২০২৪

‘অ্যাভাটার থ্রি’ কবে আসবে জানিয়ে দিলেন পরিচালক

‘অ্যাভাটার থ্রি’ কবে আসবে জানিয়ে দিলেন পরিচালক
সংগৃহীত

অ্যাভাটার সিরিজের দ্বিতীয় সিনেমা ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ মুক্তি পেয়েছিল ২০২২-এর বড়দিনের মৌসুমে। প্রথম পর্বের মতো এটি নিয়েও দর্শকদের উন্মাদনা ছিল অবাক করার মতো। এর পর থেকেই ‘অ্যাভাটার থ্রি’র অপেক্ষা।

 জেমস ক্যামেরন অবশেষে ভক্তদের জানালেন ‘অ্যাভাটার থ্রি’র নাম। ‘অ্যাভাটার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমার নাম ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। সিনেমার কোনো ফুটেজ দেখা না গেলেও ক্যামেরন সামাজিক মাধ্যমে সিনেমার কনসেপ্ট শেয়ার করেছেন। দেখা গেছে নেইতিরি আগুনের মাঝে নাচছেন। 

ক্যামেরন বলেছেন, ‘এই সিনেমায় এমন কিছু দেখতে চলেছেন দর্শকরা, যা আগে কখনও দেখা যায়নি।’ নির্মাতার মতে, দর্শকের প্রিয় চরিত্রগুলোকে আরও কঠিন লড়াই করতে দেখা যাবে ছবিতে।  ক্যামেরন জানিয়েছেন এই ছবিতে দ্বিতীয় পর্বের চেয়েও বেশি নৃশংসতা ও ক্ষমতার লড়াই দেখানো হবে। ২০২৫ সালের ১৯ ডিসেম্বর আসবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। 

সূত্র: সমকাল

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ