মক্কা-মদিনায় কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট স্থাপন
মক্কা ও মদিনা শরিফে মুসল্লিদের সহযোগিতার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট বসানো হয়েছে। কাবা শরিফের ভেতরের হজযাত্রী এবং ওমরাহ পালনকারীরা এই কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট থেকে বিভিন্ন তথ্য জানতে পারবেন।
কৃত্রিম বুদ্ধিমত্তার অত্যাধুনিক এই রোবটটি হজ পালনবিষয়ক নানা ফতোয়াও দিতে পারে। রোবটটির বিশেষ বৈশিষ্ট্য হলো- এটি অনুবাদ এবং জটিল প্রশ্নের উত্তরের জন্য ইসলামিক স্কলারদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করতে পারে। কাবা শরিফ ও মসজিদে নববীর জেনারেল প্রেসিডেন্সি এই রোবট স্থাপন করেছে।
রোবটটি আরবি, ইংরেজি, ফরাসি, রাশিয়ান, চায়নিজসহ ১১টি ভাষায় বুঝতে পারে। এটির ২১ ইঞ্চির পর্দা আছে; যা মসজিদের দর্শনার্থীদের নানা সেবা দেওয়ার জন্য আহ্বান করে। সামনে ও পেছনে উচ্চ রেজল্যুশনের ক্যামেরাও রয়েছে। যা দিয়ে আশপাশের পরিষ্কার ছবি তুলতে পারে।
চলাচলের জন্য রোবটটির চারটি চাকা রয়েছে। কাজ শেষে নিজেই পার্কিং এলাকায় চলে যেতে সক্ষম। রোবটটির পরিষ্কার সাউন্ড স্পিকার এবং একটি উচ্চমানের মাইক্রোফোনও রয়েছে। উচ্চগতির ৫ গিগাহার্টজের ওয়াইফাই নেটওয়ার্কে চলা রোবটটি দ্রুত ডেটা স্থানান্তরও করতে পারে।
দৈনিক গাইবান্ধা