শনিবার   ২৭ জুলাই ২০২৪ || ১১ শ্রাবণ ১৪৩১

প্রকাশিত : ১০:৩৫, ৫ মার্চ ২০২৪

আপডেট: ১০:৩৭, ৫ মার্চ ২০২৪

সুন্দরগঞ্জে ভ্রাম্যমান আদালতে যুবকের ২০ দিনের কারাদন্ড

সুন্দরগঞ্জে ভ্রাম্যমান আদালতে যুবকের ২০ দিনের কারাদন্ড
সংগৃহীত

সুন্দরগঞ্জ উপজলোয় ফসলি জমির মাটি বিক্রির অপরাধে সাইফুল ইসলাম নামের এক যুবকের ২০ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাইফুল ইসলাম উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম শিবরাম গ্রামের লাল মিয়ার ছেলে।

গতকাল সোমবার দুপুরে অভিযোগের ভিত্তিতে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মন্মথ গ্রামে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমান।

এসময় তিনি কৃষি জমি হতে মাটি উত্তোলন করে ট্রাক্টরযোগে ইটভাটায় বিক্রি করায় সাইফুল ইসলামতে হাতে-নাতে আটক করেন ভ্রাম্যমান আদালতের বিচারক। এসময় সাইফুল তার অপরাধ স্বীকার করলে বালু মহাল ও মাটি ব্যবস্থা আইন ২০১০ অনুযায়ি দোষী সাব্যস্ত করে ২০ দিনের বিনাশ্রম কারাদ-াদেশ দেন বিচারক।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশার (ভূমি) মাসুদুর রহমান বলেন, অভিযান অব্যাহত থাকবে ।

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ