শনিবার   ২৭ জুলাই ২০২৪ || ১১ শ্রাবণ ১৪৩১

প্রকাশিত : ১০:৪৫, ৫ ডিসেম্বর ২০২৩

গাইবান্ধা সাব-রেজিস্ট্রি অফিসে জমি দলিল রেজিস্ট্রি শুরু

গাইবান্ধা সাব-রেজিস্ট্রি অফিসে জমি দলিল রেজিস্ট্রি শুরু
সংগৃহীত

কয়েকদিন বন্ধ থাকার পর গাইবান্ধা সদর সাব-রেজিস্ট্রি অফিসে আবারও ৫২ ধারায় দলিল রেজিস্ট্রি শুরু হয়েছে। ফলে জমি ক্রেতা-বিক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এতে সাধারণ দলিল লেখকরাও দারুণ খুশি।

মানুষ জরুরি আর্থিক প্রয়োজনে জমি বিক্রি করে থাকেন। কিন্তু গাইবান্ধা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রি বন্ধ থাকায় জমির ক্রেতা-বিক্রেতারা বিপাকে পড়েন। এতে সাধারণ দলিল লেখকরাও আর্থিক দুরবস্থার মধ্যে পড়েন। কিন্তু কয়েকদিন বন্ধ থাকার পর আবার দলিল রেজিস্ট্রি শুরু হওয়ায় তাদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। জমি ক্রয়, বিক্রয়ের পর সুষ্ঠুভাবে দলিল করতে পেরে ক্রেতা-বিক্রেতারাও স্বস্তি নিয়ে বাড়ি ফিরছেন।

গাইবান্ধা সদর সাব-রেজিস্ট্রি অফিসের একজন দলিল লেখক নাম প্রকাশ না করার শর্তে বলেন, নিয়ম অনুযায়ী ৫২ ধারায় জমির দলিল রেজিস্ট্রি হচ্ছে। এতে জমির ক্রেতা-বিক্রেতারা হয়রানির কবল থেকে রক্ষা পেয়েছেন। তারা অযথা আর্থিক ক্ষতি থেকেও মুক্তি পেয়েছেন। আর এর ফলে তারা দলিল লেখকরাও অনেক খুশি।

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ