শনিবার   ২৭ জুলাই ২০২৪ || ১১ শ্রাবণ ১৪৩১

প্রকাশিত : ১০:৪১, ১৬ নভেম্বর ২০২৩

সাঘাটায় বিনামূল্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়

সাঘাটায় বিনামূল্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়
সংগৃহীত

গাইবান্ধার সাঘাটা উপজেলার মথরপাড়া উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছে তরুলতা নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার (১৫ নভেম্বর) বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় শতাধিক শিক্ষার্থী ছাড়াও স্থানীয় অনেক নারী-পুরুষের রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করা হয়। সেইসঙ্গে সংগঠনটির সদস্য সংগ্রহও করা হয়। এ কর্মসূচি চলাকালে উপস্থিত ছিলেন মথরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, সংগঠনের সহ-সভাপতি নুরী আরশী লিসা, সাধারণ সম্পাদক সাকিব রেজওয়ান রিফাত, সহ-সাধারণ সম্পাদক জাকিয়া তানিম, প্রচার ও দপ্তর সম্পাদক লোকমান হোসেন, ব্লাড বিষয়ক সম্পাদক জোবায়ের হোসেন প্রমুখ।

সংগঠনের সভাপতি মুশফিকুর রহমান সজিব জানান, বিশ্বের কোনো ডাক্তার এ পর্যন্ত রক্তের প্রয়োজনে বিকল্প কিছু আবিষ্কার করতে পারেনি। তরুলতা রক্তদান সংগঠন একটি সেবা দান প্রতিষ্ঠান। এই সংগঠনটি রক্তের প্রয়োজনে সবসময় মানুষের পাশে আছে। রক্তের প্রয়োনীয়তা বিবেচনা করেই তরুলতা রক্তদান সংগঠনটি ২০১৯ সাল হতে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন করে আসছে।

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ