ওয়াই-ফাই সমস্যা হলে রাউটার রিস্টার্ট দিতে হবে কী?

ভিডিও দেখছেন, গান শুনছেন বা অ্যাপ ডাউনলোড করছেন- হঠাৎই ইন্টারনেট গতি কমে গেল! এমন বিরক্তিকর অভিজ্ঞতা হয়তো অনেকেরই হয়েছে। আসলে ওয়াই-ফাই স্লো হওয়ার পেছনে নানা কারণ থাকতে পারে। যেমন- সিগনাল দুর্বল, রাউটারের সমস্যা, নেটওয়ার্কে অতিরিক্ত চাপ কিংবা আপনার ফোনের সেটিংস। তবে চিন্তার কিছু নেই, কয়েকটি সহজ কৌশল মেনে চললেই গতি ফেরানো সম্ভব।
প্রথমেই চেষ্টা করুন কিছু সাধারণ সমাধান -
রাউটার রিস্টার্ট করুন: প্লাগ খুলে ৩০ সেকেন্ড অপেক্ষা করে আবার চালু করুন। এতে অনেক সময় ছোটখাটো ত্রুটি সমাধান হয়।
ফোন রিস্টার্ট দিন: স্মার্টফোন বন্ধ করে আবার চালু করলে অনেক অদৃশ্য সমস্যার সমাধান হয়ে যায়।
ওয়াই-ফাই অন–অফ করুন: সেটিংসে গিয়ে কয়েক সেকেন্ড ওয়াই-ফাই বন্ধ রেখে আবার চালু করুন।
বিজ্ঞাপন
ডাটা টেস্ট করুন: মোবাইল ডাটা চালিয়ে দেখুন স্পিড ঠিক আছে কি না। যদি মোবাইল ডাটায় গতি ভালো হয়, তাহলে সমস্যাটা আপনার ওয়াই-ফাই নেটওয়ার্কে।
সিগনাল শক্তিশালী করুন
রাউটারের কাছে থাকুন: যত দূরে থাকবেন, সিগনাল তত দুর্বল হবে।
রাউটার রাখুন খোলা জায়গায়: দেয়াল বা আসবাবপত্রের আড়ালে না রেখে মাঝামাঝি উঁচু জায়গায় রাখলে সিগনাল ভালো পাওয়া যায়।
এক্সটেন্ডার সিস্টেম ব্যবহার করুন: বড় বাড়ি বা একাধিক ফ্লোরে থাকলে এগুলো ব্যবহার করলে সব জায়গায় সমান সিগনাল পাওয়া যাবে।
ইন্টারফেরেন্স কমান
অন্যান্য ডিভাইস দূরে রাখুন: মাইক্রোওয়েভ, কর্ডলেস ফোন কিংবা বেবি মনিটরের মতো ডিভাইস অনেক সময় ওয়াই-ফাই সিগনালে বাধা দেয়।
৫ গিগাহার্টজ ব্যান্ড ব্যবহার করুন: ২.৪ গিগাহার্টজ ব্যান্ডে ভিড় বেশি থাকে। আপনার ফোন সমর্থন করলে ৫ গিগাহার্টজ বেছে নিন।
নেটওয়ার্কে ভিড় নিয়ন্ত্রণ করুন
হেভি ইউজ কমান: একসাথে সবাই যদি ভিডিও স্ট্রিম করে, গেম খেলে বা বড় ফাইল ডাউনলোড করে, তবে নেট স্লো হবেই। প্রয়োজনে ইন্টারনেট প্ল্যান আপগ্রেড করুন।
পাবলিক ওয়াই-ফাই এড়িয়ে চলুন: কফিশপ বা এয়ারপোর্টে ভিড়ের কারণে নেটওয়ার্ক খুব স্লো হয়। সেখানে মোবাইল ডাটা ব্যবহার করা ভালো।
আইওটি ডিভাইস ম্যানেজ করুন: স্মার্ট টিভি, ক্যামেরা, সেন্সর ইত্যাদি বেশি থাকলে সেগুলো প্রচুর ব্যান্ডউইথ খরচ করতে পারে।
ফোনের সেটিংস দেখুন
ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করুন: অনেক অ্যাপ অজান্তেই ডাটা খরচ করে।
সফটওয়্যার আপডেট দিন: ফোন বা অ্যাপ আপডেট না থাকলে স্পিড কমে যেতে পারে।
ক্যাশ ক্লিয়ার করুন: অ্যান্ড্রয়েডে Settings > Apps > Clear Cache এবং আইফোনে Safari বা অ্যাপ ডেটা ক্লিয়ার করুন।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য
- ব্যাটারি সেভার বন্ধ করুন।
- ডাটা সেভার অপশন অফ করুন।
আইফোন ব্যবহারকারীদের জন্য
- ওয়াই-ফাই নেটওয়ার্ক ‘Forget’ করে আবার কানেক্ট করুন।
- Settings > General > Reset > Reset Network Settings থেকে নেটওয়ার্ক রিসেট করুন।
- Location Services থেকে Networking & Wireless বন্ধ করতে পারেন।
আরো যা করতে পারেন
- ভিপিএন ব্যবহার করলে সাময়িকভাবে বন্ধ করে টেস্ট করুন।
- রাউটার অনেক পুরনো হলে নতুন রাউটার কেনা জরুরি।
- প্রয়োজনে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সঙ্গে যোগাযোগ করুন।
- স্পিড টেস্ট অ্যাপ দিয়ে সমাধানের পর গতি যাচাই করে নিন।
স্লো ওয়াই-ফাই বিরক্তিকর হলেও সহজ কিছু টিপস মেনে চললেই সমাধান পাওয়া সম্ভব। রাউটার বা ফোন রিস্টার্ট থেকে শুরু করে সঠিক জায়গায় রাউটার বসানো, ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ রাখা কিংবা ৫ গিগাহার্টজ ব্যান্ড ব্যবহার- সব মিলিয়ে আপনার নেট আবার দ্রুত হয়ে উঠতে পারে। তবুও সমস্যা থেকে গেলে নতুন রাউটার বা ভালো ইন্টারনেট প্যাকেজ বিবেচনা করতে হবে।
সূত্র: ঢাকা পোষ্ট