এয়ারপডসে এই কালো বিন্দুগুলো কেন থাকে, কারণ জানলে চমকে যাবেন

বাজারে এখন অসংখ্য মানসম্পন্ন ওয়্যারলেস ইয়ারবাড পাওয়া গেলেও অনেকেই এখনো এয়ারপড ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। অ্যাপল বিগত কয়েক বছরে এই ডিভাইসের নকশা আর কারিগরি বৈশিষ্ট্যে নানা পরিবর্তন এনেছে। তবে একটি জিনিস শুরু থেকেই একই রকম থেকে গেছে, সেটি হলো প্রতিটি এয়ারপডে থাকা ডিম্বাকৃতির মতো ছোট ছোট কালো দাগ।
অনেকেরই মনে প্রশ্ন জাগে, এগুলো কেন রাখা হয়? চলুন, জেনে নিই আসল কারণ—
বিশেষজ্ঞরা বলছেন, আসলে এই কালো দাগগুলো শুধু নকশার জন্য নয়, বরং এগুলো বিশেষ সেন্সর। এর মূল কাজ হচ্ছে অটোমেটিক ইয়ার ডিটেকশন। মানে এয়ারপড নিজেই বুঝতে পারে, আপনি সেটি কানে পরে আছেন কি না।
এ কারণেই যখন আপনি এক বা দুই কান থেকে এয়ারপড খুলে ফেলেন, তখন গান বা ভিডিও স্বয়ংক্রিয়ভাবে থেমে যায়। আবার কানে পরলে সেটি নিজে থেকেই প্লে হতে শুরু করে।
অ্যাপল প্রথম এয়ারপডসেই (২০১৬ সালে বাজারে আসে) এই ফিচার যোগ করে। তখন ব্যবহার করা হয়েছিল ডুয়াল অপটিক্যাল সেন্সর। পরে এয়ারপডস ৩–এ যুক্ত হয় আরও উন্নত স্কিন ডিটেকশন সেন্সর।
তবে শুধু এয়ারপডস নয়, বাজারে থাকা আরও অনেক ওয়্যারলেস হেডফোন ও ইয়ারফোনেই এখন এই অটোমেটিক ইয়ার ডিটেকশন ফিচার দেওয়া হচ্ছে।
সূত্র: কালবেলা