মহাকাশ থেকে দেখা যায় পৃথিবীর বিখ্যাত যে ১০ স্থান

পৃথিবীকে আমরা সমতল ভূমি হিসেবে দেখি। তবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা নভোচারীরা পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় ২৫০ মাইল ওপরে ভেসে একেবারে ভিন্নভাবে দেখেন আমাদের গ্রহকে। চীনের মহাপ্রাচীরের মতো আরও বেশ কিছু বিখ্যাত স্থান মহাকাশ থেকেও চোখে পড়ে।
সম্প্রতি সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে মহাকাশ থেকে দেখা যায় পৃথিবীর এমন বিখ্যাত ১০ স্থানের তালিকা তুলে ধরা হয়েছে।
মহাকাশ থেকে দেখা যায় এমন ১০ স্থানের শুরুতে রয়েছে আমাজন নদী। বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী আমাজন পেরু থেকে শুরু হয়ে ব্রাজিল হয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে মিশেছে। চার হাজার মাইলেরও বেশি বিস্তৃত বিশাল এই নদী মহাকাশ থেকেও সহজে ধরা পড়ে।
২. ওয়াদি রাম, জর্ডান বালু, গিরিখাত ও বেলেপাথরের পাহাড়ের জন্য পরিচিত এই উপত্যকাকে বলা হয় ‘চাঁদের উপত্যকা’। ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত স্থানটি মহাকাশ থেকেও দৃশ্যমান।
৩. গোল্ডেন গেট ব্রিজ, যুক্তরাষ্ট্র সান ফ্রান্সিসকোর ৯ হাজার ফুট দীর্ঘ এই বিখ্যাত সেতুটি শীতকালে কুয়াশা কম থাকলে মহাকাশ থেকেও দেখা যায়।
৪. গ্র্যান্ড ক্যানিয়ন, যুক্তরাষ্ট্র ২৭৭ মাইল দীর্ঘ ও ১৮ মাইল প্রশস্ত প্রাকৃতিক এই বিস্ময় মহাকাশ থেকে একটি দীর্ঘ নদীর মতো দেখায়।
৫. গ্রেট ব্যারিয়ার রিফ, অস্ট্রেলিয়া বিশ্বের বৃহত্তম প্রবালপ্রাচীর ব্যবস্থা প্রায় ১ হাজার ৪৩০ মাইলজুড়ে বিস্তৃত। মহাকাশ থেকেও এই নীলাভ বিস্তৃতি স্পষ্ট দেখা যায়।
৬. কেনেকট কপার মাইন, যুক্তরাষ্ট্র ইউটার সল্ট লেক সিটির কাছে অবস্থিত এই খনিটি আড়াই মাইল প্রশস্ত ও আধা মাইল গভীর। আকারের কারণে এটি মহাকাশ থেকেও চোখে পড়ে।
৭. হিমালয় পর্বতমালা ২০ হাজার ফুট গড় উচ্চতার এই বরফঢাকা পর্বতমালা পাকিস্তান থেকে ভুটান পর্যন্ত বিস্তৃত। এর দৃশ্য মহাকাশ থেকেও ধরা দেয়।
৮. পাম জুমেইরা, দুবাই পারস্য উপসাগরের বুকে খেজুরগাছের আকারে নির্মিত বিশ্বের বৃহত্তম কৃত্রিম দ্বীপ মহাকাশ থেকেও স্পষ্ট দেখা যায়।
৯. গিজার পিরামিড, মিসর প্রাচীন বিশ্বের সাত আশ্চর্যের মধ্যে একমাত্র টিকে থাকা এই স্থাপনা মহাকাশ থেকে প্রথম দেখা যায়।
১০. সুয়েজ খাল, মিসর ১২০ মাইল দীর্ঘ এই কৃত্রিম খাল ইউরোপ ও এশিয়ার মধ্যে বাণিজ্যিক পথ খুলে দিয়েছে। মহাকাশ থেকে খাল ও আশপাশের মরুভূমি সহজেই চেনা যায়।