শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ২২:৪৮, ৩ জুলাই ২০২১

এক ড্রাগন ফলেই মজাদার তিন পদ

এক ড্রাগন ফলেই মজাদার তিন পদ

বাজারে এখন ড্রাগন ফল বেশ সহজলভ্য। গোলাপি রঙের এই ফলের ভেতরটা কখনো গাঢ় গোলাপি আবার কখনো সাদাটে। ভেতরে থাকে ছোট ছোট কালো দানা। স্বাদের দিক থেকেও খুবই মজাদার এই ফলটি।

জানেন কি? একটি ড্রাগন ফলে থাকে ৬০ ক্যালোরি। সেইসঙ্গে প্রচুর ম্যাগনেসিয়াম, ভিটামিন সি, ওমেগা-৩ ও ওমেগা-৯। আরও থাকে বিটা ক্যারোটিন ও লাইকোপিনের মতো অ্যান্টি-অক্সিডেন্টও। একাধিক স্বাস্থ্য সমস্যার সমাধান আছে ড্রাগন ফলে।

ড্রাগন ফল দিয়েও তৈরি করা যায় বাহারি সব মজাদার পদ। মাত্র কয়েক মিনিটের মধ্যেই তৈরি করে নেওয়া যায় ড্রাগন ফলের বিভিন্ন পদ। তেমনই তিনটি পদের রেসিপি দেওয়া হলো-

১. ড্রাগন ফল ও আমের স্মুদি

উপকরণ

১. ড্রাগন ফলের কিউব ১টি
২. আমের কিউব ১টি
৩. চিনি বা মধু ৩ টেবিল চামচ
৪. ভ্যানিলা ১ চা চামচ
৫. বাদাম দুধ ১ কাপ
৬. ভ্যানিলা প্রোটিন পাউডার ১/২ স্কুপ

পদ্ধতি

সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করে নিন। এবার একটি গ্লাসে কয়েকটি আইস কিউব নিয়ে মিশ্রণটি ঢেলে দিন। সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন দারুণ মজার ড্রাগন ফল ও আমের স্মুদি।

২. ড্রাগন ফ্রুট আইসক্রিম

উপকরণ

১. ড্রাগন ফল খোসা ছাড়ানো ২টি
২. চিনি আধা কাপ
৩. বাদাম দুধ বা নারকেলের দুধ ৩/৪ কাপ
৪. ভ্যানিলা পাউডার ১ কাপ

পদ্ধতি

সবগুলো উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিন। এবার একটি আইসক্রিম মেকারের মধ্যে ব্লেন্ড করে নেওয়া মিশ্রণটুকু দিয়ে ফ্রিজের ডিপে ২-৩ ঘণ্টা রেখে দিন। এরপর বের করে পরিবেশন করুন দারুণ স্বাদের ড্রাগন ফ্রুট আইসক্রিম।

৩. ড্রাগন ফ্রুট জ্যাম

উপকরণ

১. ড্রাগন ফল খোসা ছাড়িয়ে ১টি
২. চিনি ২ চা চামচ
৩. লেবুর রস ১ চা চামচ

পদ্ধতি

ড্রাগন ফল প্রথমে ব্লেন্ড করে নিন। এবার একটি নন-স্টিক প্যানে মিশ্রণটি ঢেলে দিন। সঙ্গে চিনি মিশিয়ে ঘন না হওয়া পর্যন্ত মাঝারি আঁচে নাড়তে থাকুন। ২০-২৫ মিনিট পর দেখবেন মিশ্রণটি ঘন হতে শুরু করবে।

এবার লেবুর রস মিশিয়ে আরও এক মিনিট নাড়তে থাকুন। এবার এটি ঠান্ডা করে ফ্রিজে রাখুন। তৈরি হয়ে গেলো ড্রাগন ফলের জ্যাম। এয়ার টাইট কাচের পাত্রে রেখে বেশ কিছুদিন ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এই জ্যাম।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেনেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনসুইজারল্যান্ডে স্কলারশিপ পাওয়ার উপায় কিবৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলাসবাই ঈদের নামাজে গেলে শাহনাজের ঘরে ঢুকে প্রেমিক রাজু, অতঃপর...