স্বাস্থ টিপস
লেবু দিয়ে আরও যা যা করা যায়

সাইট্রাস ফল লেবু শরীরের জন্য ভীষণ উপকারী। ভিটামিন সি এর উৎস লেবু ত্বক ও চুলের যত্নেও ভীষণ উপকারী। এমনকি গৃহস্থালি কাজেও রয়েছে এর ব্যবহার। জেনে নিন লেবু ও লেবুর খোসা দিয়ে আরও কী কী করতে পারেন।
- ফ্রিজের দুর্গন্ধ দূর করতে কয়েক টুকরো লেবু ফ্রিজের ভেতরে রেখে দিন। দুর্গন্ধ দূর হবে সহজেই।
- লেবুর খোসা দিয়ে প্রাকৃতিক স্প্রে তৈরি করতে পারেন যা মশা এবং পোকামাকড় তাড়াতে কার্যকর। এর জন্য ছয়টি লেবু কেটে চার কাপ পানিতে সেদ্ধ করে সারারাত ঢেকে রাখুন। সকালে এই পানি ছেঁকে একটি স্প্রে বোতলে ভরে রাখুন। স্প্রে করুন প্রয়োজন মতো।
- লেবু পাতলা করে কেটে লবঙ্গ গুঁজে দিন। তারপর লেবুর টুকরা রেখে দিন ঘরের কোণে। প্রাকৃতিক উপায়ে মশা ও মাছি দূর করার অন্যতম কার্যকর উপায় এটি।
- সাদা কাপড়ে তরকারির দাগ লাগলে লেবুর রস ছড়িয়ে দিন। কিছুক্ষণ পর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে কড়া রোদে শুকান কাপড়। চলে যাবে দাগ।
- আদা বা রসুন বা মাছ কাটার পর হাতে দুর্গন্ধ হয়। এই গন্ধ সহজে যেতে চায় না। তবে এই দুর্গন্ধ সহজেই কাটাতে পারে লেবু। ১ কাপ পানিতে একটি লেবুর রস মিশিয়ে নিয়ে সেই জল দিয়ে হাত ধুয়ে ফেলুন।
- বাথরুমের টাইলস ও বাথটাব পরিষ্কার করার জন্য লেবু ব্যবহার করতে পারেন। লেবু অর্ধেক করে উপরে লবণ ছিটিয়ে নিন। এবার লেবুর টুকরা ঘষুন টাইলস ও বাথটাবে। কিছুক্ষণ রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
- গাছে তরল সার দিতে চাইলে লেবুর খোসা দুই দিন পানিতে ভিজিয়ে রাখুন। তারপর এই পানি ফিল্টার করে সরাসরি গাছে ঢেলে দিন। এতে থাকা ভিটামিন এবং খনিজ পদার্থ গাছের বৃদ্ধিতে সাহায্য করবে।
- বাসনপত্র চকচকে রাখতে লেবু অপরিহার্য। বিশেষ করে তামা বা রূপোর বাসন চকচকে করতে পাতিলেবু অত্যন্ত কার্যকর। বাসনে সারা রাত লেবুর রস মাখিয়ে রাখে দিন। পরদিন সকালে ধুয়ে ফেলুন। দেখবেন বাসনপত্র নতুনের মতো চকচক করছে। অনেকদিনের দাগ পড়ে যাওয়া পাতিলগুলোতেও লেবুর রস মেখে ধুয়ে নিতে পারেন।
- নখ হলদে হয়ে পড়লে লেবুর খোসা ঘষে নিন।
সূত্র: বাংলা ট্রিবিউন