শুক্রবার   ০৪ অক্টোবর ২০২৪ || ১৮ আশ্বিন ১৪৩১

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত : ১১:২১, ৫ সেপ্টেম্বর ২০২৪

ট্রফি নিয়ে ঘুমানোর পেছনের গল্প জানালেন শান্ত

ট্রফি নিয়ে ঘুমানোর পেছনের গল্প জানালেন শান্ত
সংগৃহীত

২০২২ বিশ্বকাপ জিতে ট্রফি নিয়ে ঘুমিয়েছিলেন লিওনেল মেসি। এরপর ফুটবল, ক্রিকেটে কিংবা অন্য খেলায়ও অনেকেই ট্রফি জিতে, সেটি নিয়ে ঘুমিয়েছেন। সাম্প্রতিক সময়ে এটা রীতিমতো ট্রেন্ডে পরিণত হয়েছে। যা ছুঁয়ে গেছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও।

দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। যা টাইগারদের ঝুলিতে থাকা এখনও পর্যন্ত বড় সাফল্যের অন্যতম একটি। তাইতো সিরিজের ট্রফি জেতার রাতটা ট্রফি নিয়েই ঘুমিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।

নিজের ফেসবুক পেজে শান্ত বুধবার সকালে ট্রফি নিয়ে ঘুমোনোর ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন ‘শুভ সকাল।’ সফল সফর শেষে গতকাল রাতে দেশে ফিরেছে শান্তর দল। দেশে ফিরে সংবাদ মাধ্যমের কাছে ট্রফি নিয়ে ঘুমের গল্প শোনালেন বাংলাদেশ অধিনায়ক।

তিনি বলেন, 'সিরিজ জয়টা অনেক স্পেশাল ছিলো আমার কাছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়, বাংলাদেশের সব থেকে বড় অর্জন। মুহুর্তটাকে ভালো ভাবে উপভোগ করার জন্য মনে হলো যে ট্রফিটা নিয়েই ঘুমাই। এটাই আর কি, কাউকে দেখে না … লিওয়েন মেসিকে দিয়ে শুরু হয়েছিলো…..।’

টেস্ট স্ট্যাটাস অর্জনের ২৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ ও সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথম টেস্টে ১০ উইকেটের বিশাল জয়ের পর দ্বিতীয় টেস্টেও স্বাগতিকদের পাত্তা দেয়নি বাংলাদেশ।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ