ফুলছড়িতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

গাইবান্ধায় ফুলছড়ি উপজেলার কাতলামারিতে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (টিএসসি) বাস্তবায়নের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।
বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে গাইবান্ধা-সাঘাটা আঞ্চলিক মহাসড়কের বাদিয়াখালি এলাকায় এই বিক্ষোভ করেন। এ সময় প্রায় আধা ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পথচারীদের দুর্ভোগের কথা চিন্তা করে অবরোধ তুলে নেয় আন্দোলকারিরা।
এরআগে কাতলামারি এলাকায় একটি মানববন্ধন কর্মসূচি পালন করেন। এলাকাবাসী এই কর্মসূচির আয়োজন করেন। এতে ওই এলাকার কয়েকটা স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকসহ সবর্স্থরের জনগণ অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য দেন, গজারিয়া ইউপি সদস্য মফিদুল ইসলাম, স্থানীয়দের পক্ষে সাইদুর রহমান, জাহাঙ্গীর আলম, রওনুজ্জামান রিপুল, শামউদ্দিন বাবু, মিজানুর রহমান মিঠু প্রমুখ।
বক্তারা বলেন, মানবসম্পদ উন্নয়নে সরকার ৩২৯টি উপজেলায় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (টিএসসি) স্থাপনের বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছে। এই পরিকল্পনার আওতায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় একটি (টিএসসি) নির্ধারিত হয়েছে।
প্রস্তাবিত সেই সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (টিএসসি) স্থাপনের জন্য জায়গা নির্ধারণ করেন ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারিতে। এরপর ঢাকা থেকে জায়গাটি কয়েক দফায় পরিদর্শন করে কর্তৃপক্ষ। কিন্তু সাম্প্রতিক এটি উপজেলার কালিরবাজার এলাকায় স্থানান্তরের জন্য একটি মহল ষড়যন্ত্র করছে। তবে আমাদের দাবি, সরকার কর্তৃক নির্ধারিত জায়গা গজারিয়া ইউনিয়নের কাতলমারিতে ফুলছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বাস্তবায়ন চাই।
বক্তারা আরও বলেন, সরকার চরাঞ্চলের শিক্ষার মান উন্নয়নের জন্য অবহেলিত এই অঞ্চলে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের জন্য জায়গায় নির্ধারণ করেছে। কিন্তু একটি কুচক্রী মহল সেটা বানচাল করার জন্য উঠে পড়ে লেগেছে।