রোববার   ২৮ সেপ্টেম্বর ২০২৫ || ১২ আশ্বিন ১৪৩২

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত : ১২:৪১, ২৫ সেপ্টেম্বর ২০২৫

পলাশবাড়ীতে ডোবা থেকে ভাসমান মরদেহ উদ্ধার

পলাশবাড়ীতে ডোবা থেকে ভাসমান মরদেহ উদ্ধার
সংগৃহীত

গাইবান্ধার পলাশাবড়ীতে ডোবা থেকে ভাসমান অবস্থায় গোফ্ফার মিয়া (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার পবনাপুর ইউনিয়নের ভেগীর ব্রিজ নামক এলাকায় ডোবায় স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শাহিন ও এএসআই রানা সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন। মৃত গোফ্ফার মিয়া উপজেলার পবনাপুর ইউনিয়নের বুজরুক বরকাতপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে। 

স্থানীয়, পরিবার ও পুলিশ সূত্র জানায়, গোফ্ফার মিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি প্রায়ই বাড়ী থেকে বের হয়ে অজ্ঞাত স্থানে ঘুরে বেড়াতেন। 

থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভূট্টো বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে।

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম