রোববার   ১১ মে ২০২৫ || ২৭ বৈশাখ ১৪৩২

প্রকাশিত : ০৬:২৪, ৫ মে ২০২৩

পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস থেকে ফেনসিডিলসহ আটক ২

পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস থেকে ফেনসিডিলসহ আটক ২

জেলার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।  বৃহস্পতিবার রংপুর-ঢাকা মহাসড়কের ব্র্যাক মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকেরা হলেন, ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার মারাধার পূর্বপাড়া গ্রামের মোবারক হোসেনের ছেলে সোহেল রানা (২৮) ও একই এলাকার রফিকুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৩)।

পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু ইসলাম জানান, বিকেল পৌনে ৩টার দিকে ব্র্যাক মোড় এলাকায় মহাসড়কে তল্লাশি চালায় পুলিশ। এ সময় রংপুর থেকে ঢাকাগামী আলম এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস থেকে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই য্বুককে আটক করা হয়। মাদকগুলো তাদের সঙ্গে থাকা ব্যাগে রাখা ছিল।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। আটক দুই মাদক কারবারিকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

সর্বশেষ